আশরাফুলকে টপকে সাকিবকে স্পর্শ করবেন মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ৩০ মার্চ ২০২২
আশরাফুলকে টপকে সাকিবকে স্পর্শ করবেন মমিনুল

ফাইল ফটো

ওয়ানডে সিরিজ জয় করার পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে নজির গড়বেন মমিনুল হক। মোহাম্মদ আশরাফুলকে টপকে সাকিব আল হাসানের পাশে বসবেন তিনি। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলার ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করবেন মমিনুল হক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে বুধবার (৩০ মার্চ) মাঠ নামবে বাংলাদেশ। ওই টেস্টে অধিনায়ক হিসেবে ১৪তম ম্যাচে নেতৃত্ব দিবেন মমিনুল। সাবেক অধিনায় আশরাফুলও ১৩টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে অধিনায়ক হিসেবে টেস্টে দলকে নেতৃত্বের দেওয়ায় আশরাফুলকে টপকে যাবেন মমিনুল।

আশরাফুলকে ছাড়িয়ে গিয়ে মূলত সাকিব আল হাসানকে স্পর্শ করবেন মমিনুল। সাকিব এখন পর্যন্ত ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তবে এই সিরিজে সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মমিনুল হকের। সিরিজের দ্বিতীয় টেস্টে টস করতে নামলেই সাকিবকেও ছাড়িয়ে যাবেন তিনি। তখন সবেচেয়ে বেশি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে উঠবেন মমিনুল হক।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার তালিকার সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হাবিবুল বাশার সুমন। তিনি ১৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন।

আশরাফুলকে ছাড়িয়ে সাকিবকে ছোয়ার টেস্টে আরও একটি ব্যক্তিগত রেকর্ডে নাম লেখাবেন মমিনুল হক। টেস্ট ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলবেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে শুরু হওয়া প্রথম টেস্টে মাঠে নেমেই টেস্ট ম্যাচ খেলার হাফ-সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি।

২০১৩ সালের মার্চে গল-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মমিনুল হকের। বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে এ (হাফ-সেঞ্চুরি) মাইলফলক স্পর্শ করবেন মমিনুল।

মমিনুলের আগে দেশের হয়ে ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার ও মাহমুুদউল্লাহ রিয়াদ। তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, ৭৮টি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো