বাংলাদেশ টাইগারদের ওয়ানডে দলে অধিনায়ক ও নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা নিয়ে সমালোচনার অন্ত নেই। আর কেনই বা হবে না বাংলাদেশ তো বটেই পুরো ক্রিকেট বিশ্বে তাহার মত কেউ তো নেই। এত বার ইনজুরি আর অস্ত্রোপচারের পর মাঠে ফেরা এবং নিজ গতিতে দাপিয়ে বেরানো একমাত্র ক্রিকেটার যে তিনিই।
মাশরাফিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরানোর জন্য অনেক আগেই অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে অধিনায়ত্ব হারানোর পর ক্রিকেটের এ আসর থেকে অবসর নেয়া মাশরাফি টি-টোয়েন্টিতে নয় ফিরতে চান বড় পরিসরে, টেস্টে।
এবার মাশরাফির এমন আশায় একটু রাগান্বিতই মনে হলো বিসিবি প্রধানকে। বার বার ইনজুরিতে আক্রান্ত হওয়া মাশরাফির টেস্ট ক্রিকেটে ভূমিকা কী হবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেন, টেস্টে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক (মাশরাফি) করবেনটা কী?
মাশরাফি বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে। চোটাঘাত এতটাই ভীত করে দিয়েছে যে, এরপর আর টেস্টে ফেরার চেষ্টা করেননি। তবে গত কয়েক বছরে বড় কোনো চোটে পড়েননি মাশরাফি। ৩৪ বছর পেরিয়েও তাই আরও সাদা পোশাক গায়ে জড়ানোর স্বপ্ন দেখেন নড়াইল এক্সপ্রেসের। সম্প্রতি তিনি তার সে ইচ্ছের কথা জানিয়েছেন। মাশরাফি মনে করেন, এখন যে ফিটনেস, তাতে আরও বছর দুয়েক টেস্টে খেলতে পারবেন।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি জানি না, ও (মাশরাফি) টেস্টে ফিট কি না। কোথায় কোন দেশে টেস্ট খেলবে সে? দেশের বাইরে? তাহলে প্রতিদিন ওকে কমপক্ষে ২০ থেকে ২৫ ওভার বোলিং করতে হবে। ও বলছে পারবে? তাহলে তো আমাদের কিছু বলার নেই। ফিজিও যদি অনুমতি দেয় আর ও যদি বলে পারবে, তবে অবশ্যই স্বাগত জানাব। আমাদের কিন্তু সেই ধারণা নেই।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘যদি মনে করেন আমাদের দেশে খেলা, আমরা মাত্র ২ বা ৩ ওভার করাব, এখানে যদি খেলতে চায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে কী হিসেবে আসতে চায়, ব্যাটসম্যান না বোলার? সেটা বড় প্রশ্ন।’
মাশরাফির টি-টোয়েন্টি খেলার প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি মনে করি, সে যদি ফিট থাকে যেকোনো সংস্করণে তার খেলা উচিত। তার মতো খেলোয়াড় পাওয়া কঠিন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলাটা তার এবং ফিজিওর ওপর নির্ভর করছে। আমাদের ধারণা, সে যদি ওয়ানডে খেলতে পারে টি-টোয়েন্টিও খেলা উচিত। ১০ ওভার যদি করতে পারে, ৪ ওভারও তার করা উচিত। এ কারণে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন সে আগ্রহ দেখায়নি। আমরা ধরে নিচ্ছি তার আগ্রহ নেই।’