টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ পিএম, ২৬ মার্চ ২০২২
টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী মমিনুল

ডারবানে ৩১শে মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজকে সামনে রেখে ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। সতীর্থদের অতীতের কথা চিন্তা করা কিংবা গা ছাড়া ভাব দূর করার আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বছরে শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতে নিজেদের সামর্থ্যের জানান দেয় বাংলাদেশ। বিদেশের মাটিতে এই জয় থেকে সতীর্থদের আত্মবিশ্বাস নিতে বলেছেন মমিনুল। তবে তৃপ্তির ঢেকুর তুলতে বারণ করেছেন টেস্ট কাপ্তান।

শুক্রবার (২৫ মার্চ) মমিনুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা মাউন্ট মঙ্গানুই বা জিম্বাবুয়েতে জয়ের অতীতের কথা ভাবতে পারি না। আমরা যাতে পাঁচ দিনের জন্য আধিপত্য করতে পারি তা নিশ্চিত করার জন্য প্রথম দিন থেকেই লক্ষ্য ঠিক করতে হবে। আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে মমিনুল বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমাদের দুই থেকে তিন বছর সংগ্রাম করতে হয়েছে। আমরা একটি ভালো ওয়ানডে দল কিন্তু টেস্টে ভালো করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয় দলকে টেস্টেও ভালো করতে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘গত কয়েকদিনে তামিম ভাই, সাকিব ভাই, লিটনের ব্যাটিং এবং তাসকিনের বোলিং উপভোগ করেছি। তাদের পারফরম্যান্স টেস্ট দলকে আত্মবিশ্বাস দিবে।’

পারিবারিক কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না দলের সেরা তারকা সাকিব আল হাসান। সাকিবের না থাকাটা দলের জন্য ক্ষতি। সেটা জানালেন মমিনুলও। এই ব্যাটার বলেন, ‘বেশিরভাগ সময়ই তাকে (সাকিব) পাওয়া যায় না। সে যখন থাকে তখন নিজেদের ভাগ্যবান মনে হয়। সে থাকলে আমরা একজন ব্যাটসম্যান বা বোলারকে বেশি খেলাতে পারি।’

সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে উদযাপন করার সময় কাঁধে চোট পান মুশফিক। প্রথম টেস্টে তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ থাকলেও বাকিদের উপর ভরসা রাখছেন অধিনায়ক। বিশেষ করে তামিম ইকবালের উপর। মুমিনুল মনে করেন,তামিম ইকবালের উপস্থিতি দলকে শক্তিশালী করবে।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে তামিম ভাই বা সাকিব ভাই কেউই ছিলেন না। শুধুমাত্র মুশফিক ভাই ছিলেন। এবার আমরা দু'জন সিনিয়রকে পাবো না। তামিম ভাইয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যখনই তামিম ভাই আসে তখনই শীর্ষে থাকাটা সহজ হয়ে যায়। বিশেষ করে বিদেশের টেস্ট ম্যাচে।’

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের টেস্ট রেকর্ড মোটেই ভালো না। এখনও পর্যন্ত আফ্রিকার মাটিতে ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হেরেছে এবং অন্যটিতে ৩৩১ রানে হেরেছে। এবার সেই ধারা ভাঙ্গতে আত্মবিশ্বাসী মমিনুল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশের বিপক্ষে হেরে দলের ‘একহাত নিলেন’ মার্ক বাউচার

বাংলাদেশের বিপক্ষে হেরে দলের ‘একহাত নিলেন’ মার্ক বাউচার

আমি খুবই খুশি ও গর্ববোধ করছি: তাসকিন

আমি খুবই খুশি ও গর্ববোধ করছি: তাসকিন

বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি

বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি