পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৪ মার্চ ২০২২
পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের পিচ নিয়ে চারদিকে সমানে চলছে সমালোচনা। সেই দলে এবার যোগ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াহ। সাবেক এই অজি ক্রিকেটার জানালেন, পাকিস্তানের পিচ টেস্টে ক্রিকেটের জন্য মোটেই উপযুক্ত নয়।

মরা পিচের কারণে অস্ত্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে কোন ফলাফল আসেনি। তৃতীয় টেস্টও অনেকটাই আগের দুই টেস্টের পথেই চলছে। এ নিয়ে ক্ষোভের অন্ত নাই সাবেক এই অলরাউন্ডারের।

শুধু ওয়াহ নয়, সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনও একই দলে। তিনিও ওয়াহের চিন্তাকে সমর্থন করেছিলেন। ওয়াহ বলেন, ‘পিচগুলো বেশ সাধারণ। আমি এমন পিচ পছন্দ করি না যেখানে ফাস্ট বোলাররা ছোট স্টাফে বল করতে পারে না। পুরো সিরিজে একই চিত্র ছিল।’

ওয়াহ চাচ্ছেন স্পোর্টিং উইকেট। যেখানে ব্যাটাররা এবং বোলাররা সমানে সুবিধা পাবে। ৫৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তিনটি টেস্ট ম্যাচে এক ডজন বাউন্সার দেয়া হয়েছে। যা কোনো কাজেই আসেনি। আমি এই পিচে বাউন্স এবং পেস দেখতে চাই।’

অন্যদিকে হ্যাডিন জানিয়েছেন এই পিচ পাকিস্তানের নিজেদের জন্যই ক্ষতিকর। এই জাতীয় উইকেটে শাহীন আফ্রিদির মতো বোলারের পক্ষে ভালো করা সম্ভব নয়। তিনিও চাচ্ছেন স্পোর্টিং উইকেট।

হ্যাডিন বলেন, ‘প্রথম দুটি টেস্টের হিসাবে দেখা গেছে, এটি ফলাফল বের হবার মতো পিচ নয়। শুধু দেখতেই আকর্ষনীয়। এটি আফ্রিদির মতো বোলারদের প্রভাবিত করেছে। তাদের অন্যতম শক্তি হল ফাস্ট বোলিং।’

ক্রিকেট ভক্তদের জন্য ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে উইকেট কীভাবে তৈরি করা উচিত তাও পরামর্শ দিয়েছেন হ্যাডিন। তিনি বলেন, ‘পিচে কিছু ঘাস লাগান। ফাস্ট বোলারদেরকে ব্যাটের দুই পাশেই (সুইং) চ্যালেঞ্জ করতে দিন।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

বড় জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

আনুষ্ঠানিকভাবে পিসিবির ‌‘হল অব ফেমে’ ওয়াকার ইউনিস

আনুষ্ঠানিকভাবে পিসিবির ‌‘হল অব ফেমে’ ওয়াকার ইউনিস

ইনজুরিতে পাকিস্তান সফরে নেই কেন রিচার্ডসন

ইনজুরিতে পাকিস্তান সফরে নেই কেন রিচার্ডসন

ব্যাগি ক্যামে ‘নষ্ট’ স্টিভ স্মিথের মনোযোগ

ব্যাগি ক্যামে ‘নষ্ট’ স্টিভ স্মিথের মনোযোগ