ঐতিহাসিক পাকিস্তান সফরের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে একজন কম স্পিনার নিয়ে খেলেছিল অস্ট্রেলিয়া। এ কারণেই করাচিতে দ্বিতীয় টেস্টে একটি পরিবর্তন এনেছিল প্যাট কামিন্সের দল। এবার লাহোরে তৃতীয় টেস্টেও একই একাদশ নিয়ে খেলবে অজিরা।
টেস্ট ম্যাচ শুরুর আগের দিন একাদশ জানিয়ে দেওয়া অজিদের জন্য নতুন কোনো বিষয় নয়। এরই ধারাবাহিকতায় লাহোর টেস্ট শুরুর আগের দিন রোববার (২০ মার্চ) একাদশ জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জানিয়েছেন, একাদশে নেই কোনো পরিবর্তন।
রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের ব্যর্থতায় করাচিতে একজন স্পিনার বেশি নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। এ কারণেই নিজের অভিষেক টেস্ট খেলার সুযোগ পেয়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন। লাহোরে তৃতীয় টেস্টেও একাদশে থাকছেন তিনি।
করাচিতে দ্বিতীয় টেস্ট জয়ের সম্ভাবনা জাগিয়েছিল অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানের তিন ব্যাটার আব্দুল্লাহ শফিক, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে অজিদের আর টেস্ট জেতা হয়নি। আর এতেই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট শেষ হলেও চলছে সমতা।
অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন নিজেদের একাদশ জানিয়ে দিলেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি জানিয়েছেন সোমবার (২১ মার্চ) উইকেট দেখে তবেই একাদশের বিষয়ে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে রানবন্যা বইলেও জয়ের স্বাদ পায়নি কোনো দল। তাই প্রথম দুই টেস্ট শেষ হলেও সিরিজে চলছে সমতা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর