সেঞ্চুরি মিসে আফসোস নেই, দলের জন্য খেলি : শ্রেয়াস আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ এএম, ১৩ মার্চ ২০২২
সেঞ্চুরি মিসে আফসোস নেই, দলের জন্য খেলি : শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ারের ক্যারিয়ারে এখন বসন্ত চলছে। ম্যাচের পর ম্যাচ তার ব্যাট হেসেই চলছে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রির গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে করছেন ৯২ রান। মাত্র ৮ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তবে এজন্য কোনো আফসোস নেই বলে জানিয়েছেন ভারতের তরুণ ব্যাটার।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের জন্য শুরুটা ভালো ছিল না। অবস্থাটা এমন ছিল যে, একদিকে দশজন জন ভারতীয় ব্যাটার আর অন্যদিকে একজন শ্রেয়াস আইয়ার। পুরো ইনিংসে আলোটা নিজের দিকেই টেনে নিয়েছেন আইয়ার। তার জন্যেই মোটামুটি সন্তোষজনক স্কোর করতে পেরেছে ভারত।

এবার আইয়ার নিজেও জানালেন, সেঞ্চুরি করতে না পেরে আফসোস নেই বরং তিনি দলের জন্যই খেলেন। এই ব্যাটার বলেন, ‘সেঞ্চুরি মিস করাটা হতাশাজনক। কিন্তু শেষ পর্যন্ত দল লড়াইয়ের মতো স্কোর পেয়েছে। তাতেই আমি খুশি। তাই আমার কোন আফসোস নেই। আমি দলের জন্যই খেলি।’

উপরের সারির ব্যাটাররা দ্রুত আউট হয়ে যাওয়ার পর নিজের পরিকল্পনা মতো খেলেছেন আইয়ার। সেটা জানিয়ে তিনি বলেন, ‘আমার পরিকল্পনা ছিল স্পিন কমানো। স্পিন কভার করে মিড-উইকেটে খেলা এবং সিঙ্গেল নেয়া। কারণ মাঠের ওই জায়গাটা খোলা ছিল। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম।’

তবে শুরুটা চ্যালেঞ্জিং ছিল জানিয়ে আইয়ার বলেন, ‘প্রথম পাঁচটি বল সত্যিই কঠিন ছিল। আমার মনে হয় টি ব্রেকের আগে শেষ দুই ওভার ছিল। আমি খুব নার্ভাস ছিলাম। আমি শুধু এই দুই ওভার টিকে থাকতে চেয়েছিলাম। তারপরে আমি জানতাম আমি কী করতে যাচ্ছি। কোচ ও অধিনায়ক খুব সাহায্য করেছে।’

এমন আড়ম্বরপূর্ণ পিচে খেলা বেশ চ্যালেঞ্জিং। এই ব্যাপারে আইয়ারের ভাষ্য, ‘যেহেতু আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই কিন্তু এই জাতীয় পিচে এটি সম্ভব নয়। তবে এই ধরনের পিচে খেলা একপ্রকার চ্যালেঞ্জিং।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক আইয়ার

আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক আইয়ার

১২.২৫ কোটি রুপিতে কলকাতায় শ্রেয়াস আইয়ার

১২.২৫ কোটি রুপিতে কলকাতায় শ্রেয়াস আইয়ার