টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষনীয় করতে শুরু হয়েছিল গোলাপি বলের দিবারাত্রির টেস্ট ম্যাচ। তবে এই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেনি ভারত। গোলাপি বলে ভারতের খেলা ম্যাচ সংখ্যা তিন। এই ফরম্যাটে ভারত যে এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি সেটা জানালেন ভারতের সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহও।
আজ মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে ভারত। এই ম্যাচ হবে গোলাপি বলে। এই ফরম্যাটে খুব কম ম্যাচ খেলায় মানসিক সমন্বয় তৈরী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বুমরাহ।
ভারতের হয়ে গোলাপি বলে তিন ম্যাচের মধ্যে দুটি খেলা বুমরাহ বলেছেন, ‘আমরা দীর্ঘদিন পর গোলাপি বলের টেস্ট খেলতে নামবো। আমরা এখনও এই ফরম্যাটে একদমই নতুন। ভালো করতে হলে আমাদের মানসিকতার উপর জোর দিতে হবে।’
এই ফাস্ট বোলার আরও বলেন, ‘যাই হোক না কেন। আমরা খেলেছি এটাই বড় কথা। কোনো প্যারামিটার সেট করা যাবে না। আপনি যে সামান্য অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যা বুঝেছেন, আপনাকে সেগুলো নিয়েই কাজ (খেলে) করে যেতে হবে।’
এই ম্যাচকে সামনে রেখে শুক্রবার ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে ভারত। সেখানে ভারতীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। বিশেষত ফিল্ডিংয়ের সময়। এটা নিয়ে বাড়তি কাজ করেছেন রোহিতরা।
‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের কাজ যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। ফিল্ডিং করার সময় গোলাপী বল ভিন্নভাবে দেখা যায়। এটা ভাবনার চেয়েও দ্রুত কাছে আসে। রাতে বেশি সুইং করে। এই ছোট পয়েন্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।’ – বুমরাহ যোগ করেন।
এই ম্যাচ দিয়ে দলে ফিরছেন স্পিনার অক্ষর প্যাটেল। তার প্রত্যাবর্তনের বিষয়ে বুমরাহ বলেন, ‘অক্ষর অনেক সুবিধা যোগ করেছে। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ের সময় সে অনেক কিছু দেয়। যখনই সে ফিট থাকে, সে সরাসরি দলে ফিরে আসে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি