শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টে আবারও রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্রো জাদেজা। তার আগে এই রেকর্ডের তালিকায় নাম লেখাতে পেরেছেন কেবল পাঁচজন ক্রিকেটার। তাদের সবাই আবার চলে গেছেন সাবেকদের তালিকায়।
রবিবার (৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন ভারতীয় অলরাউন্ডার। ব্যাট হাতে প্রথম ইনিংসে খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস। এবার বল হাতে নিলেন ৫ উইকেট।
ব্যাট হাতে ১৫০+ রান এবং বল হাতে ৫ উইকেট নেয়ার ফলে এই রেকর্ডে তালিকায় নাম লেখান ‘জাদ্দু’। একই টেস্টে ১৫০+ রান এবং ৫ উইকেট নেয়া ষষ্ঠ ক্রিকেটার তিনি।
জাদেজার আগে এই তালিকায় নাম লেখানো পাঁচজন হলেন ভিনু মানকদ, ডেনিস অ্যাটকিনসন, পলি উমরিগার, স্যার গ্যারি সোবার্স এবং মুশতাক মোহাম্মদ।
মোহালি টেস্টে তৃতীয় দিনে ৪ উইকেটে ১০৮ রান নিয়ে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। হাতে ছিল ৬ উইকেট। জাদেজার বোলিং তোপে আর মাত্র ৬৬ রান যোগ করতেই এই ৬ উইকেট হারাতে হয় লঙ্কানদের।
ভারতীয় বোলারদের তান্ডবে ১৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে যায় দিমুথ করুনারত্নের দল। ৪০০ রানে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]