২০১৮-১৯ গ্রীষ্মে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি ও শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে।
এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচও আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। তবে সবার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে নিজ মাঠে মৌসুম শুরু করবে প্রোটিয়ারা।
২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে ডিসেম্বর-জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। কেপ টাউনে প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর।
প্রথাগত নিউ ইয়ার টেস্ট শুরু হবে কেপ টাউনে ৩ জানুয়ারি। তৃতীয় টেস্ট শুরু হবে ১১ জানুয়ারি জোহানেসবার্গে। টেস্ট সিরিজের পর পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।
ফেব্রুয়ারি মাসে ডারবান ও পোর্ট এলিজাবেথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। এরপর পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে উপমহাদেশের দলটি।
তবে সবার আগে দক্ষিণ আফ্রিকার ছোট ক্রিকেট ভেন্যুগুলোতে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুর্বল জিম্বাবুয়ে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী থাবাঙ্গ মোরোয়ে বলেন, আসন্ন মৌসুমে ১৩টি ওয়ানডে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সূচি:
জিম্বাবুয়ে সিরিজ :
৩০ সেপ্টেম্বর: ১ম ওয়ানডে, কিম্বারলি
৩ অক্টোবর: ২য় ওয়ানডে, ব্লেয়েমফন্তেইন
৬ অক্টোবর: ৩য় ওয়ানডে, পার্ল
৯ অক্টোবর: ১ম টি-২০, ইস্ট লন্ডন
১২ অক্টোবর: ২য় টি-২০, পচেফস্ট্রুম
১৪ অক্টোবর: ৩য় টি-২০, বেনোনি।
পাকিস্তান সিরিজ :
২৭-৩০ ডিসেম্বর: ১ম টেস্ট, সেঞ্চুরিয়ান
৩-১৭ জানুয়ারি: ২য় টেস্ট, কেপ টাইন
১১-১৫ জানুয়ারি: ৩য় টেস্ট. জোহানেসবার্গ
১৯ জানুয়ারি: ১ম ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
২২ জানুয়ারি : ২য় ওয়ানডে, ডারবান,
২৫ জানুয়ারি: ৩য় ওয়ানডে,সেঞ্চুরিয়ান
২৭ জানুয়ারি: ৪র্থ ওয়ানডে, জোহানেসবার্গ
৩০ জানুয়ারি: পম ওয়ানডে, কেপ টাউন
১ ফেব্রুয়ারি: ১ম টি-২০ কেপ টাউন
৩ ফেব্রুয়ারি: ২য় টি-২০ জোহানেসবার্গ
৬ ফেব্রুয়ারি:৩য় টি-২০, সেঞ্চুরিয়ান
শ্রীলঙ্কা সিরিজ:
১৩-১৭ ফেব্রুয়ারি:১ম টেস্ট, ডারবান
২১-২৫ ফেব্রুয়ারি: পোর্ট এলিজাবেথ
৩ মার্চ: ১ম ওয়ানডে, জোহানেসবার্গ
৬ মার্চ: ২য় ওয়ানডে, সেঞ্চুরিয়ান
১০ মার্চ: ৩য় ওয়ানডে, ডারবান
১৩ মার্চ: ৪র্থ ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
১৬ মার্চ:৫ম ওয়ানডে, কেপ টাউন
১৯ মার্চ: ১ম টি-২০, কেপ টাউন
২২ মার্চ: ২য় টি-২০, সেঞ্চুরিয়ান
২৪ মার্চ: ৩য় টি-২০, জেহানেসবার্গ।