ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার অ্যান্ডারসন ফিলিপ।
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ। দলে জায়গা হারিয়েছেন রোস্টন চেজ, শাই হোপ এবং রাহকিম কর্নওয়াল।
এছাড়াও ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। তবে বদলি হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ।
সর্বশেষ ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পেলেও টেস্ট দলে উহ্য ছিলেন অ্যান্ডারসন। তবে এবার তাকে টেস্ট দলে ডেকেছেন নির্বাচকরা।
ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকায় জাতীয় দলের দরজা খুলেছে ফিলিপের। সর্বশেষ দুই ম্যাচে ১৪.২৫ গড়ে শিকার করেছেন ১২ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন এ পেসার।
এছাড়াও টেস্ট দলে ফিরেছেন ব্যাটার শামাহ ব্রুকস। সর্বশেষ ২০২০ সালে ওয়েস্ট উইন্ডিজের জার্সিতে টেস্ট খেলেছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শামাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ভেরাসামি পারমল, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ এবং জাইডেন সেলস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]