আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সিরিজের সবচেয়ে বড় চমক অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার বাদ পড়া। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টেরও অধিনায়কত্ব পেলেন রোহিত।
দীর্ঘদিন ধরেই ব্যাটে রান নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের। এই দু’জনকে বিশ্রাম দেয়ার কথা জোরেশোরেই শোনা যাচ্ছিল এতোদিন ধরে। এবার তা সত্যি হলো। ভারতীয় নির্বাচকরা জানিয়েছেন, দলে ফিরতে হলে দু’জনকেই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ফিরতে হবে।
এই সিরিজে রোহিতের সহকারীর দায়িত্ব দেয়া হয়েছে পেস বোলার জাসপ্রীত বুমরাহকে। আগেই শোনা গিয়েছিল ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরছেন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সর্বশেষ ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন জাদেজা। এরপর বাঁধ সাধলো ইনজুরি। যার কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবে ভারত। ২৪, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলার পর টেস্টে মাঠে নামবে দুই দল। এরপর ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সাদা পোশাকের সিরিজ।
ভারত টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেস সাপেক্ষে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]