অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। এই সফরের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে অজিরা। এবার বাবর আজমকে অধিনায়ক করে ১৬ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে আনা হয়েছে তিনটি পরিবর্তন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে দলে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ঘোষিত দলে ১৬ জন ছাড়াও রিজার্ভ হিসাবে আছেন পাঁচজন।

অজিদের বিপক্ষে সিরিজে দীর্ঘদিন পর আবার দলে ফিরে এসেছেন হারিস রউফ। সর্বশেষ ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দলে ছিলেন তিনি। এছাড়াও ফিরে এসেছেন ওপেনার শান মাসুদ। যিনি ২০২১ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

রউফ এবং মাসুদ ফিরলেও বাদ পড়েছেন অফ-স্পিনার বিলাল আসিফ। এছাড়াও দলে জায়গা হয় নি আবিদ আলীর। যিনি অ্যাকিউট করোনারি সিনড্রোমে আক্রান্ত হওয়ার পর সবে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করছেন।

টেস্ট দলে থাকা খেলোয়াড়রা ১৬ ফেব্রুয়ারি থেকে করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। এদের মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থাকা খেলোয়াড়রা যোগ দিবেন আসর শেষে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, জাহিদ মাহমুদ

রিজার্ভ
কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

পাকিস্তান সফরে অনিশ্চিত ‘কয়েকজন’ অজি ক্রিকেটার

পাকিস্তান সফরে অনিশ্চিত ‘কয়েকজন’ অজি ক্রিকেটার

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা