অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ অ্যাশেজে সিরিজ হারের ব্যাপারটা বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে ইংল্যান্ড ক্রিকেটের উপর। এক সিরিজ হারেই বেশ রদবদল আনা হচ্ছে দলে। তারই অংশ হিসাবে কোচের পদ থেকে সরানো হয়েছে ক্রিস সিলভারউডকে।
এবার দল থেকেই বাদ পড়লেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়নি এই দু’জনকে।
চলতি বছরের মার্চে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘোষিত দলে দেখা যায় শুধু ব্রড কিংবা অ্যান্ডারসনই নয়, কপাল পুড়েছে সর্বশেষ অ্যাশেজ সফরের মোট আট সদস্যের। এদের মধ্যে আছেন ডেভিড মালান, জস বাটলার, হাসিব হামিদ, ররি বার্নস ও স্যাম বিলিংস।
তবে সবচেয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন অলি পোপ। সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৭ রান করেও বোর্ডের কোপের হাত থেকে বেঁচে গেছেন অলি পোপ। জায়গা ধরে রেখেছেন জনি বেয়ারস্টো আর ক্রিস ওকসও।
দলে বেশ কয়েকটি নতুন মুখ দেখা গেছে। এদের মধ্যে আছেন ম্যাট ফিসার, অ্যালেক্স লিস ও সাকিব মাহমুদ। ম্যাট ফিসার জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড লায়নসের হয়ে অস্ট্রেলিয়া সফরে পারফর্ম করে।
ইংল্যান্ড স্কোয়াড : জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাট ফিসার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যা লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]