চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। দুই ম্যাচের প্রথম টেস্টে খেলতে পারবেন না কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ক্যাম ফ্লেচার ও ব্লেয়ার টিকনার। এছাড়াও দলে ফিরছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও হামিশ রাদারফোর্ড।
সর্বশেষ ২০২১ সালে্র নভেম্বরে ভারতের বিপক্ষে নাগপুরে টেস্ট খেলেছিলেন উইলিয়ানসন। এরপর কনুইয়ের চোঁটে পড়ে আর মাঠে নামা হয় নি তার। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য মরিয়া হয়ে ছিলেন কিউই দলপতি। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় কোনোপ্রকার ঝুঁকি নিতে চায়নি ম্যানেজমেন্ট।
উইলিয়ামসনের ব্যাপারে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘সে সিরিজে ফিরতে ফিট হওয়ার জন্য মরিয়া ছিল। তবে টেস্ট ক্রিকেটের জন্য যে পরিমাণ লোড প্রয়োজন, সেটা নেয়ার মতো অবস্থায় সে এখনো ফিরে আসেনি।’ উইলিয়ামসনের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক টম লাথাম।
উইলিয়ামসন ছাড়াও প্রথম টেস্ট মিস করতে যাচ্ছেন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতেই সরে দাঁড়িয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে তার সাথে ফিরতে পারেন অফস্পিনার এজাজ প্যাটেলও।
নতুন দুই মুখ ফ্লেচার এবং টিকনার নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো করেছেন। টিকনার অবশ্য জাতীয় দলের হয়ে গায়ে জড়িয়েছেন রঙ্গিন জার্সিও। সাদা পোশাকের অপেক্ষায় আছেন এখন। অন্যদিকে অভিজ্ঞ গ্রান্ডহোম ও হামিশ রাদারফোর্ডকে ডাকা হয়েছে দলের ব্যাটিংয়ের ভারসাম্য ঠিক রাখতে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর একই ভেন্যুতে ২৫ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]