নিউজিল্যান্ড সফরের আগে কোভিড পজিটিভ হয়েছেন প্রোটিয়া পেসার কেগান পিটারসেন। সিরিজ শুরুর হওয়ার সপ্তাহ দুই বাকি থাকায় দলের সাথে নিউজিল্যান্ডে যেতে পারছেন না তিনি। তার বদলি হিসেবে নিউজিল্যান্ডে যাবেন আরেক ব্যাটার জুবায়ের হামজা।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড যাবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দারুণ ছন্দে ছিলেন কেগান পিটারসেন। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৪৬ গড়ে ২৭৬ রানে করেছেন এ ব্যাটার।
দারুণ ছন্দে থাকা পিটারসেনকে হারানোটা দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তার বদলি হিসেবে জাতীয় দলে ডাক পাওয়া জুবায়ের হামজা প্রায় দুই বছর পর মাঠে নেমেছেন। প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত পাঁচ টেস্টে মাঠে নেমেছেন তিনি।
প্রোটিয়াদের জার্সিতে পাঁচ টেস্ট খেললেও এখনও সেঞ্চুরির দেখা পাননি জুবায়ের হামজা। ২০১৯ সালের রাঁচিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছিলেন তিনি। এরপর আর কোনো অর্ধশতকেরও দেখা পাননি জুবায়ের।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন কাগিসো রাবাদা। নিউজিল্যান্ড সফরের দলে আছেন তিনি। রাবাদা ছাড়াও নির্ভরযোগ্য পেসার এনরিখ নরখে ফিটনেস সমস্যার কারণে নিউজিল্যান্ড সফরের দলে ফিরতে পারেননি।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যগলি ওভালে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, সারেল এরয়ে, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, ডুয়ান অলিভিয়ের, জুবায়ের হামজা, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরম্যান, র্যাসি ভ্যান ডার ডাসেন ও কাইল ভেরেনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]