অ্যাশেজে সময়টা তেমন ভালো না গেলেও ২০২১ সালের বাকি সময়টা জুড়ে সাদা পোশাকে বেশ উজ্জ্বল ছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। যে কারণে ২০২১ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে রুটকেই নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এই পুরস্কারের তালিকায় আরো ছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও।
২০২১ সালটা জো রুটের জন্য ছিল রান ফোয়ারার একটি বছর। ওই বছর সাদা পোশাকে মোট ১৫টি ম্যাচ খেলেছেন রুট। তাতে ছয়টি শতকের সাহায্যে করেছেন ১৭০৮ রান।
টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ১৭০০ এর বেশি রান করতে পেরেছেন আর মাত্র দু’জন ক্রিকেটার। একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। আরেকজন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস।
রুটের ব্যাটিংয়ের সবচেয়ে ধারাভাহিক দিকটা ছিল, এশিয়া হোক কিংবা ঘরের মাটিতে হোক, সব জায়গায় সমানতালে রান করেছেন এই ডানহাতি ব্যাটার। ভারতের চেন্নাই , শ্রীলঙ্কার গল কিংবা ক্রিকেটের তীর্থভূমি লর্ডস – বাইশগজের প্রতিটা প্রান্ত স্বাক্ষী হয়েছে ইংলিশম্যানের ব্যাটের ফুলঝুরির।
মজার ব্যাপার হলো, এই সময়ে বল হাতেও পার্টটাইমার হিসাবে হাত ঘুরিয়ে ১৪টি উইকেট শিকার করেছেন জো রুট। যার মধ্যে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেটও আছে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]