নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিমান। সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ৯ ডিসেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর নিউজিল্যান্ডে টাইগারদের পালন করতে হয়েছে দীর্ঘদিনের কঠোর কোয়ারেন্টাইন।
কয়েক দফা কোয়ারেন্টাইন শেষে নতুন বছরের প্রথম দিনেই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম দুর্দান্ত খেলে বাংলাদেশ। ম্যাচের পুরো পাঁচ দিন দাপটের সাথে খেলে ইতিহাস রচনা করে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ক্রিকেটের যেকোনো ফলম্যাটে নিউজিল্যান্ডের মাটিয়ে বাংলাদেশের এটাই প্রথম কোন ম্যাচ জয়।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস রচনা করলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে িইনিংস এবং ১১৭ রানের ব্যবধানে হারের স্বাদ নিয়েছে টাইগাররা। একই সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্রয়ে শেষ হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]