টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৫ জানুয়ারি ২০২২
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে ভারত। ভাররতের সিরিজে হারায় প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। নিউল্যান্ডস ম্যাচের আগে টেবিলের চার নম্বরে থাকা ভারত এখন পাঁচে।

বিরাট কোহলিরা পাঁচ নম্বরে নেমে যাওয়ায় তাদের জায়গা দখল করে নিয়েছে প্রোটিয়ারা। যথারীতি শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুই ও তিনে আছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে এ পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলেছে ভারত। তাতে ৪ জয়, ৩ হার এবং ২ ড্রতে তাদের পয়েন্ট ৫৩। শতাংশের হিসাবে যা ৪৯ দশমিক ০৭।

এ জায়গায় মাত্র ৩ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২ জয় ১ হারে ২৪। শতাংশের হিসাবে যা ৬৬ দশমিক ৬৬। তৃতীয় টেস্টের আগেও ৫৫ দশমিক ২১ শতাংশ পয়েন্ট নিতে ভারতের অবস্থান ছিল চারে। দক্ষিণ আফ্রিকা ছিল পঞ্চাশের বাহিরে।

পয়েন্ট টেবিলের সবার উপরে আছে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ২ ম্যাচ সিরিজের দুই ম্যাচই জিতে (২৪ পয়েন্ট) শতভাগ জয় নিয়ে তারা অবস্থান করেছে তালিকার শীর্ষে। এরপর আছে অস্ট্রেলিয়া।

অ্যাশেজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করা অস্ট্রেলিয়ানরা চার ম্যাচে ৩ জয় এবং ১ ড্রতে ৮৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তিন নাম্বারে।

এই তালিকায় সবচেয়ে বিস্ময়কর অবস্থানে আছে নিউজিল্যান্ড। ৩৩ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করেছে ছয়ে। মূলত বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ড্র করাই কিউইদের পিছিয়ে পড়ার কারণ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলো ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলো ভারত

দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত রিভিউয়ে ক্ষুব্ধ ভারত

দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত রিভিউয়ে ক্ষুব্ধ ভারত

টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট

টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট

আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা

আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা