বছরের শুরুতেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল ভারত। সিরিজের প্রথম জয়ে এগিয়ে গেলেও বাকি দুই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে নিতে হয়েছে হারের স্বাদ। দ্বিতীয় ম্যাচে জয়ের পর সিরিজের শেষ ম্যাচেও দাপটের সাথে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার (১৪ জানুয়ারি) সিরিজের শেষ টেস্টে চতুর্থ দিন ৭ উইকেটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টে ১১৩ রানের জয় তুলে সমতায় ফিরেছিল স্বাগতিকরা।
কেপ টাউনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের টার্গেট দিয়েছিল ভারত। সেই টার্গেটে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ১ উইকেটে ৫৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে ৯ উইকেটে নিয়ে বাকি দুই দিনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৫৪ রান।
চতুর্থ দিন শুক্রবার ব্যাট করতে নেমে আরও দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে অধিনায়ক ডিন এলগার ৩০ রানের ফিরে গেলেও ব্যক্তিগত ৮০ রানে সাজঘরে ফিরেন কিগান পেটারসেন। এরপর বাকি কাজটুকু সারেন রাসি ভ্যান ডের ডুসেন এবং টেম্বা বাভুমা। দু’জনেই অপরাজিত থাকেন যথাক্রমে ৪১ ও ৩২ রানে।
এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৩ রান সংগ্রহ করে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে অধিনায়ক বিরাাট কোহলি।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংস ২১০ রানে গুটিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি বিরাট কোহলিরা। দক্ষিণ আফ্রিকা বোলারদের বোলিং তোপে ১৯৮ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য তৃতীয় দিনে ২১১ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। যেখানে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৫৮ রন তুলে জয়ের আভাস পাচ্ছিল স্বাগতিকরা।
সফররত ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। জয় পাওয়া এ সিরিজে সিরিজ সেরা হয়েছেন কিগান পেটারসেন। ব্যাট হাতে ২৭৬ রান তুলে সিরিজ সেরা হয়েছেন তিনি। এছাড়া সিরিজের শেষ ম্যাচে ৭২ এবং ৮২ রান করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও তার হাতেই উঠেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]