সর্বোচ্চ রান ল্যাথামের, বাংলাদেশের পক্ষে লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০২২
সর্বোচ্চ রান ল্যাথামের, বাংলাদেশের পক্ষে লিটন

নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন স্বাগতিক দলের অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় রান সংগ্রাহক হয়েছেন যথাক্রমে ডেভন কনওয়ে এবং লিটন দাস। সিরিজে লিটন তৃতীয় হলেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তিনি।

দুই ম্যাচের ৩ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরিসহ ৮৯ গড়ে মোট ২৬৭ রান করেছেন টম ল্যাথাম। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৫২ রানের ইনিংস খেলেন ল্যাথাম। এ ইনিংসের সুবাদে শেষ টেস্টে ম্যাচ সেরাও হন তিনি।

সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। দুই টেস্ট সিরিজে ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে মোট ২৪৪ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন কনওয়ে।

তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের লিটন দাসের। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৯৬ রান করেন তিনি। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেছিলেন লিটন।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান মমিনুল হকের। ৪ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৮ রান করেছেন মমিনুল। এছাড়া বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত ১টি হাফ-সেঞ্চুরিতে ১১৪ রান, ইয়াসির আলি ৮৩ ও মাহমুদুল হাসান জয় ৭৮ রান করেন।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটার

খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় শতক অর্ধশতক
টম লাথাম  ২ ২৬৭  ১৫২  ৮৯.০০  ১  ০
ডেভন কনওয়ে  ২  ২৪৪  ১২২  ৮১.৩৩  ২  ০
লিটন দাস  ২  ৩  ১৯৬ ১০২   ৬৫.৩৩  ১  ১
উইল ইয়ং  ২  ৩  ১৭৫  ৬৯  ৫৮.৩৩  ০  ৩
মমিনুল হক  ২  ৪  ১৩৮  ৮৮  ৪৬.০০  ০  ১


স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লিটনের ব্যাটিং উপভোগ করেছেন মমিনুল

লিটনের ব্যাটিং উপভোগ করেছেন মমিনুল

বিদেশে টেস্ট জয়ের আত্মবিশ্বাস পেয়েছে দল : মমিনুল

বিদেশে টেস্ট জয়ের আত্মবিশ্বাস পেয়েছে দল : মমিনুল

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

মমিনুল-শান্তদের ব্যাটিংয়ে হতাশ অ্যাশওয়েল প্রিন্স

মমিনুল-শান্তদের ব্যাটিংয়ে হতাশ অ্যাশওয়েল প্রিন্স