ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মাত্র ৪১ দশমিক ২ ওভার ব্যাট করে ১২৬ রানেই গুটিয়ে গেছেন টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের এটিই তৃতীয় সর্বনিম্ন স্কোর। টাইগার ব্যাটারদের এমন পারফরমেন্সে হতাশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
সোমবার (১০ জানুয়ারি) দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের অফ-স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন প্রিন্স।
দ্বিতীয় দিনের খেলা শেষে প্রিন্স বলেন, ‘আমরা কিউইদের দেখেছি অফ স্টাম্পের বাইরে অনেক বল ছেড়ে দিয়েছে। এটা নিউজিল্যান্ডের ব্যাটারদের স্বাভাবিকভাবেই আসে। কারণ তারা বাউন্সি উইকেটে খেলে। আমাদের ছেলেরা অনেক বেশি বল খেলে। আমার মনে হয় মাউন্ট মঙ্গানুইয়ে আমরা ভালো বল ছেড়েছি এবং ব্যাকফুটে ভালো খেলেছি।’
তিনি বলেন, ‘আজকেও আমরা আরও বেশি বল ছাড়তে পারতাম। আশা করি, নতুন দিনে আমরা ভালো শুরু করতে পারবো। আমি মনে করি, আমরা অফস্টাম্পের বাইরে আরও কিছু বল ছাড়তে পারি, যাতে তারা আমাদের দিকে সোজা বল করে।’
বল ছাড়লে এমন বিপর্যয় হত না বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ। অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘আমার মতে এটি এমনই উইকেট। আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে বল ছাড়তে হবে। ডিফেন্সিভ শট বা অ্যাটাকিং শটের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে হবে। এখানে মূল মন্ত্রই হলো নিশ্চিত হওয়া, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন।’
প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের উইকেটে বড় চ্যালেঞ্জ ছিল বলেও মনে করেন প্রিন্স। বলেন, ‘আমাদের ব্যাটিং লাইন-আপের জন্য দিনটি কঠিন ছিল। নিউজিল্যান্ড শুরুটা ভালো করে, সুইং আদায় করে নেয় তাদের বোলাররা। প্রথম দিন উইকেট একটু নরম হতে শুরু করেছিল। আজকে গতি বেড়ে যায়। তবে আগের দিনের নরমভাবের কারণেই কিছু ক্ষত রয়ে যায়।’
উইকেট নিয়ে তিনি আরও বলেন, ‘উইকেট যখন শক্ত ও গতিময় হয়ে ওঠে এবং সেই ভাঙা জায়গায় বল পড়ে, তখন তা খেলা খুবই কঠিন হয়ে যায়। সাথে সুইং তো ছিলই। নিউজিল্যান্ডের পেসাররা আজ দারুণ বোলিং করে আমাদের কাজ কঠিন করে দিয়েছে।’
প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যাওয়ায় ৩৯৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে প্রথম টেস্টে দলের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং উদাহরণ টেনে আবারও ভালো ব্যাটিংয়ের আশা করছেন টাইগারদের ব্যাটিং কোচ।
প্রিন্স বলেন, ‘গত সপ্তাহে আমরা অসাধারণ করেছি । দারুণ বোলিং আক্রমণের সামনে ১৭৩ ওভার ব্যাটিং করেছি। এটা বলাই যায়, আমরা জানতাম, নিউজিল্যান্ড এ টেস্টে ঘুরে দাঁড়াবে। কারণ তারা বিশ্বচ্যাম্পিয়ন দল। গত সপ্তাহে আমরা নিজেদের এগিয়ে রাখতে পেরেছিলাম। তবে এবারও আমরা চেষ্টা করবো, আরেকটি দিন লড়াই করে টিকে থাকার।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]