বাংলাদেশের দেওয়া সম্মান কখনো ভুলবেন না টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২২
বাংলাদেশের দেওয়া সম্মান কখনো ভুলবেন না টেইলর

ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর। ম্যাচে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টেইলরকে ‘গার্ড অফ অনার’ দেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটারদের এমন সম্মানে অভিভূত টেইলর।

নিজের ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেননি নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার। ৪টি বাউন্ডারিতে ৩৯ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরা রস টেইলরের এটাই হয়তো টেস্ট ক্রিকেটের শেষ ব্যাটিং ফিগার। কারণ, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানের গুটিয়ে যাওয়া বাংলাদেশের বিপক্ষে হয়তো দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করবে না নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩৯৫ রানে এগিয়ে থেকে যদিও বাংলাদেশের বিপক্ষে এখনো ফলোঅন ঘোষণা করেনি নিউজিল্যান্ড।

সেক্ষেত্রে নিউজিল্যান্ড যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তাহলে শেষবারের মতো টেস্টে ক্রিকেটের ২২ গজে আবারও দেখা যাবে টেইলরকে। অন্যথায়, ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফেলেছেন রস টেইলর।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে সোমবার (১০ জানুয়ারি) স্যোশাল মিডিয়ায় নিজের অভিমত তুলে ধরেছেন নিউজিল্যান্ডের এ অভিজ্ঞ ক্রিকেটার। সেখানে বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে টেইলর লিখেন, ‘আজ (১০ জানুয়ারি) ক্রিজে হেঁটে যাওয়ার পথে সত্যিকারের বিনম্র মুহূর্তের জন্য তোমাদের ধন্যবাদ বাংলাদেশ টাইগার্স। এটা এমন কিছু যা কোনদিন ভুলবো না।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগের দিনে ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ফরম্যাট থেকে বিদায় নেওয়ার তথ্য জানিয়ে দেন রস টেইলর। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের সকলেই জানা ছিল এটাই টেইলরের শেষ টেস্ট ম্যাচ।

সোমবার দিনের শুরুতেই ইনিংসের দ্বিতীয় উইকেট হারালে ব্যাট হাতে মাঠে নামেন রস টেইলর। ব্যাট হাতে অধিনায়ক টম ল্যাথমের সাথে ৪৮ রানের জুটি গড়েন তিনি। যেখানে ৫৬ মিনিট মাঠে থেকে ৩৯ বলে ২৮ রান করেন টেইলর।

২০০৭ সালে ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটের অভিষেক ক্যাপ মাথায় পড়েছিলেন রস টেইলর। এরপর থেকে দেশের হয়ে ১১১টি টেস্টের (চলমান টেস্ট ছাড়া) ১৯৫ ইনিংসে ৪৪ দশমিক ৭৬ গড়ে ৭৬৫৫ রান করেছেন টেইলর। যার মধ্যে ব্যাট হাতে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫ বার অর্ধশত রানের ইনিংস খেলেন তিনি। টেস্টে টেইলরের সর্বোচ্চ রানের ইনিংসটি হলো ২৯০ রানের।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে টাইগার গর্জন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিউজিল্যান্ডে টাইগার গর্জন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

সুপার ওভার নিয়ে টেইলরের ভিন্নমত

সুপার ওভার নিয়ে টেইলরের ভিন্নমত

ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

দেশের হয়ে অনন্য রেকর্ডের মালিক টেইলর

দেশের হয়ে অনন্য রেকর্ডের মালিক টেইলর