নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ধাপটের সাথে জয় তুলে ইতিহাস গড়লেও দ্বিতীয় টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ৫২১ রানে স্বাগতিকদের ইনিংস ঘোষণার পর নিজেদের প্রথম ইনিংসে ১২৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় দিন শেষে ৩৯৫ রানের পিছিয়ে রয়েছে টাইগাররা।
সোমবার (১০ জানুয়ারি) এক উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। দিনের দ্বিতীয় সেশনে চা বিরতিতে গিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এ সময় তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৫২১।
নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা পর দিনের দ্বিতীয় সেশনেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম টেস্ট ভালো ব্যাট করলেও ক্রাইস্টচার্চ টেস্টে তার ছিটেফোটাও দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে ৪১ দশমিক ২ ওভারে ১২৬ রানে গুটিয়ে গেছে টাইগাররা।
দিনের ৭ দশমিক ৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশ গুটিয়ে গেলেও আর মাঠে নামেনি নিউজিল্যান্ড। একই সাথে ৩৯৫ রানের পিছিয়ে থাকা বাংলাদেশকে ফলোঅনে রেখে আবারও ব্যাটিংয়ে পাঠাবে কি-না তাও এখনো ঠিক হয়নি।
ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৫ রান করেছেন ইয়াসির আলি। আর ৪১ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। এছাড়া বাকি ৯ টাইগার ব্যাটার ছিলেন সিঙ্গেল ডিজিটে। যাদের সমষ্টিগত রান সংখ্যা হলো ২১। বাকি দুটি রান এসেছে অতিরিক্ত থেকে।
টাইগারদের এমন বাজে ব্যাটিংয়ের আগে একই উইকেটে ব্যাট হাতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম ২৫২, ডেভন কনওয়ের ১০৯ এবং টম ব্লান্ডেলের অপারাজিত ৫৭ রানের ইনিংস খেলেছেন। যাদের ব্যাটে ভর করে ৬ উইকেটে ৫২১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]