৫২১ রানে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭ দশমিক ১ ওভারে দলীয় ১১ রানেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশের চার ব্যাটার। যাদের মধ্যে অভিষিক্ত মোহাম্মদ নাঈম এবং অধিনায়ক মমিনুল হক ফিরেছেন খালি হাতে।
সোমবার (১০ জানুয়ারি) ক্রাইস্টচার্চ টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে গিয়ে ৫১২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামের ২৫২, ডেভন কনওয়ের ১০৯ এবং টম ব্লান্ডেলের অপারাজিত ৫৭ রানে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১ দশমিক ২ বলে ব্যক্তিগত ও দলীয় ৭ রানে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। ওপেনার সাদমান ফিরে যাওয়ার পরের ওভারেই ফিরেম মোহাম্মদ নাঈম। দলীয় ১১ রানে ব্যক্তিগত রানের কোটা ফাঁকা রেখেই সাজঘরে ফিরেন এ অভিষিক্ত টাইগার ব্যাটার।
পর পর দুই ওভারে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে তখন নাজমুল হোসন শান্ত এবং অধিনায়ক মমিনুল হক। দু’জনেই হতাশ করেন। ইনিংসে ষষ্ঠ ওভারে শান্ত এবং সপ্তম ওভারের প্রথম বলে অধিনায়ক মমিনুল আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ফলে দলীয় ১১ রানেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এর আগে দিনের ৪৯ ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। সোমবার (১০ জানুয়ারি) দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তারা যোগ করে আরও ১৭২ রান, মাত্র ৩৮.৫ ওভারে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]