প্রথম সেশনে ‘সাফল্যহীন’ বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৯ জানুয়ারি ২০২২
প্রথম সেশনে ‘সাফল্যহীন’ বাংলাদেশ

ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রত্যাশা মতো টস জিতে ফিল্ডিং বেছে নিলেও প্রথম সেশনে কোন সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশন শেষ করতে হয়েছে বিনা উইকেটে। বিপরীতে টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটিংয়ে ৯২ রানে লান্স বিরতিতে গেছে নিউজিল্যান্ড।

রোববাব (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী টস জিতলেও মাঠে নামার আগে শুনতে হয়ে বড় দুঃসংবাদ। চোটের কারণে ওপেনার মাহমুদুল হাসান জয়ের পর ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশকে দিনের প্রথম সেশন শেষ করতে হয়ে কোন সাফল্য ছাড়াই। প্রথম সেশনে ২৫ ওভার বল করলেও ক্রাইস্টাচার্চের সবুজ উইকেটে তাসকিন-ইবাতদরা ভাঙতে পারেননি নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি।

অধিনায়ক ও ওপেনার টম ল্যাথাম টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেওয়ার পর ৬৬ রানে অপরাজিত রয়েছে। অন্যদিকে, অপর ওপেনার উইল ইয়াং ২৬ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন।

এদিকে, বাংলাদেশের দুটি পরিবর্তের ম্যাচে নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর জায়গায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ড্যারিল মিচেল।

দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় তুলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিয়ে প্রথমবারের মতো ম্যাচ জয়ের ইতিহাস গড়ার পর টাইগারদের এবার লক্ষ্য সিরিজ জয়। দ্বিতীয় টেস্টে জয় বা ড্র নিশ্চিত করতে পাইলে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বেন মমিনুল হকরা।

বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টিম সাউদি, নিল ওয়্যাগনার, ট্রেন্ট বোল্ট, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল এবং কাইল জেমিসন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে ঐতিহাসিক সিরিজ জয়ের দৃষ্টিতে টাইগাররা

নিউজিল্যান্ডে ঐতিহাসিক সিরিজ জয়ের দৃষ্টিতে টাইগাররা

ক্রাইস্টচার্চেও জয়ের জন্য খেলবো : তাসকিন

ক্রাইস্টচার্চেও জয়ের জন্য খেলবো : তাসকিন

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি