ভারত-শ্রীলঙ্কার মধ্যকার চলমান টেস্টের প্রধান বাধা বৃষ্টি। প্রথমদিন বৃষ্টির কারণে মাঠে গড়িয়ে মাত্র ৭২ বল, তার আবার এত কম বল খেলে ভারত ১৭ রানে খুয়িয়েছিল ৩ উইকেট। দ্বিতীয় দিনেও একই অবস্থা, হারায় আরও দুই উইকেট। আজ (শনিবার) তৃতীয় দিনে ১৭২ রানেই আটকে গেল ভারতের প্রথম ইনিংস।
শনিবার সকালে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন পূজারা। দলে মাত্র ৫ রান করে গোমেজের বলে ৫২ রানে ফিরে যান তিনি। পরে সাহা ও জাদেজা জুটি দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। এ জুটির ভাঙন ধরান শ্রীলঙ্কার পেরারা। সাজঘরে ফেরান জাদেজাকে। এরপর একে একে ফিরে যান সাহা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি।
তবে আগের দিন ৪৭ রানে অপরাজিত থাকা পূজারা আজ দিনের শুরুতেই ফিফটি তুলে নেন। এর পরপরই তাকে ফরতে হয়েছে। ৭৯ রানে ৬ উইকেট হারালেও ভারত যে শেষ পর্যন্ত দেড় শর কোটা পেরিয়েছে, তার কৃতিত্ব টেল এন্ডারদের। শেষ পাঁচ ব্যাটসম্যানের চারজনই দুই অঙ্কের কোটা পেরিয়েছেন। যদিও প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে একমাত্র পূজারাই পেরিয়েছেন দুই অঙ্ক।
অপরদিকে দারুণ বল করেছে শ্রীলঙ্কার লাকমল, একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। গামাগে, দিলরুয়ান পেরেরা ও দাশুন সানাকা তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।