মাউন্ট মঙ্গানুই জয় করে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
মাউন্ট মঙ্গানুই জয় করে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের এবার টাইগারদের লক্ষ্য দ্বিতীয় ও শেষ ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ক্রাইস্টচার্চে পৌঁছায় মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

এক ভিডিও বার্তায় দলের কন্ডিশনিং কোচ নিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে। প্রথম ম্যাচে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী দল। ক্রাইস্টচার্চের উদ্দেশে রওনা দেওয়ার আগে আমরা জিমে কিছু সময় ব্যয় করেছি।’

তিনি আরও বলেন, ‘আগামী দুই দিন আমরা ফিটনেস নিয়ে আরও কাজ করবো যেন, ইনজুরির সমস্যা এড়ানো যায়। পরের টেস্টের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুত করা যায় সে দিকেও খেয়াল রাখা হবে।’

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোন ম্যাচ জয়ের স্বাদ নেয় টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে খেলবে বাংলাদেশ। এ টেস্ট জয় বা ড্র করলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা।

২০১৯ সালে এই ক্রাইস্টচার্চেই একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফরটি স্থগিত করে দেশে ফিরেছিল বাংলাদেশ দল।

বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দারুণ লড়াইয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিসিএল শিরোপা

দারুণ লড়াইয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিসিএল শিরোপা

দেশের ক্রিকেটের ‘আনসাং হিরো’দের নিয়ে তামিমের জয় উদযাপন

দেশের ক্রিকেটের ‘আনসাং হিরো’দের নিয়ে তামিমের জয় উদযাপন

নিউজিল্যান্ড বধে পয়েন্ট টেবিলের পাঁচ বাংলাদেশ

নিউজিল্যান্ড বধে পয়েন্ট টেবিলের পাঁচ বাংলাদেশ

বিশ্রাম নেই, রাতেই নিউজিল্যান্ড যাচ্ছেন মমিনুল-মুশফিকরা

বিশ্রাম নেই, রাতেই নিউজিল্যান্ড যাচ্ছেন মমিনুল-মুশফিকরা