কিভাবে খেলতে হয় বাংলাদেশ তা দেখিয়েছে: লাথাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
কিভাবে খেলতে হয় বাংলাদেশ তা দেখিয়েছে: লাথাম

বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে বড় ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্টে বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশের কাছে ৮ উইকেটে হার মেনেছে কিউইরা। তবে ম্যাচ শেষে হারের হতাশা ঝড়লে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের কণ্ঠে ঝড়েছে বাংলাদেশের প্রশংসা।

শেষ হওয়া টেস্টের পাঁচদিনের কখনই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি নিউজিল্যান্ড। উল্টো পুরো টেস্টে চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং ১৩০ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে বসেন টাইগাররা। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে টাইগার পেসার ইবাদত হোসেন ধস নামান নিউজিল্যান্ড শিবিরে।

নিজেদের উইকেট হলেও যেন অচেনা ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ইবাদত-তাসকিনের বোলিং তোপে গুটিয়ে যাওয়ার আগে মাত্র ৪০ রানের টার্গেট দিতে পারেন তারা। যা খুব সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারের পর হতাশা নিয়ে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম জানান, এমন উইকেটে কিভাবে খেলতে হয় সেটি দেখিয়েছে বাংলাদেশ।

লাথাম বলেন, “আমরা তিন বিভাগেই ঠিক ওই মানের ক্রিকেট খেলতে পারিনি। বাংলাদেশ নিশ্চিতভাবেই আমাদেরকে দেখিয়েছে, এমন উইকেটে কিভাবে খেলতে হবে। তারা জুটি গড়তে পেরেছে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত আমরা লম্বা সময় ধরে এটি করতে পারিনি।”

নিজেদের উইকেট চিনতে না পারায় প্রসঙ্গে তিনি বলেন, “এখানে (মাউন্ট মঙ্গানুই) মাত্র দু’টি টেস্ট ম্যাচ হয়েছে, দু’টি ম্যাচই একই রকম হয়েছে। সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে কিছুটা ধীরগতির এবং ততটা উইকেট ভাঙেনি। আমরা জানতাম পুরো বিষয়টা ঠিক কেমন হতে পারে। যদি আমরা প্রথম ইনিংসের দিকে তাকাই, যে অবস্থানে ছিলাম সেখান থেকে যদি ৪৫০ রান করতে পারতাম তাহলে পুরো গল্পটা ভিন্ন হতে পারতো। তবে অবশ্যই বাংলাদেশ দলের এ জয় প্রাপ্য।’

ক্রিকেটের যেকোন ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের এটি প্রথম জয়। এ ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট অর্জন করলো মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

৯ জানুয়ারি (রোববার) ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে হারলেও ওই টেস্ট দিয়ে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন লাথাম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে টাইগার গর্জন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিউজিল্যান্ডে টাইগার গর্জন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

ঐতিহাসিক জয়ে বাড়তি বোনাস পাচ্ছেন  ক্রিকেটাররা

ঐতিহাসিক জয়ে বাড়তি বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড বধে পয়েন্ট টেবিলের পাঁচ বাংলাদেশ

নিউজিল্যান্ড বধে পয়েন্ট টেবিলের পাঁচ বাংলাদেশ

বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেটের ৫০তম জয়

বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেটের ৫০তম জয়