মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিল বাংলাদেশ। মঙ্গলবার (৪ জানুয়ারি) চতুর্থ দিনে এসে ৪৫৮ রানে থামলো টাইগাররা। ফলে স্বাগতিকদের বিপক্ষে ১৩০ রানের লিড নিয়েছেন টাইগাররা। প্রথম ইনিংসে ৩২৮ রানে করেছিল নিউজিল্যান্ড।
নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের পর লিটন কুমার দাস ও অধিনায়ক মমিনুলে ব্যাটে তৃতীয় দিনেই শক্ত অবস্থানে চলে যায় বাংলাদেশ। সোমবার (৩ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৩ রানের লিড নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে ব্যাট হাতে ১১ রানে ইয়াসির আলী এবং ২০ রানের মিরাজ অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনে (মঙ্গলবার) ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফিরেন মেহেদী হাসান মিরাজ। ঘরে ফেরার আগে ইয়াসির আলির সাথে সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন তিনি। এ জুটিতেই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও একশ উইকেটের রেকর্ড স্পর্শ করেন মিরাজ।
১৬০ বলে গড়া ৭৫ রানের ইয়াসির-মিরাজের জুটি ভাঙেন সাউদি। মিরাজের আউটের পর পাল্টে যায় দৃশ্যপট। নিউজিল্যান্ডের সামনে দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশের লোয়ার অর্ডার। দলীয় ৪৫০ রানে সাজঘরে ফিরেন ব্যাট হাতে মিরাজকে দুর্দান্ত সঙ্গ দেওয়া ইয়াসির আলি, করেন ব্যক্তিগত ২৬ রানে।
মিরাজ-ইয়াসির চলে যাওয়ার পর বাংলাদেশের গুটিয়ে যাওয়া সময়ের ব্যাপার হয়েছে দাঁড়ায়। এরপর তাসকিন ৫ এবং শরিফুল ৭ রানে আউট হলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৫৮ রান। অন্যপ্রান্তে কোন বল না খেলেই ব্যাট হাতে অপরাজিত ছিলেন ইবাদত হোসেন। শেষ ১৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]