সিএ’র বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করুনারত্নে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০১ জানুয়ারি ২০২২
সিএ’র বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করুনারত্নে

শেষ হওয়া ২০২১ সালের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলটিতে ইংল্যান্ডের জো রুট থাকা সত্ত্বেও সিএ’র সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নে।

সিএ’র বাছাই করা একাদশে অস্ট্রেলিয়ার মাত্র একজন ক্রিকেটার ডান-হাতি ব্যাটার র্মানাস লাবুশেন জায়গা পেয়েছেন। তবে একাদশে সবচেয়ে বেশি চারজন ক্রিকেটার রয়েছেন ভারতের। এরপর তিনজন পাকিস্তানের। আর একজন করে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের। এ তালিকায় নেই কোন বাংলাদেশির নাম।

ভারতের হয়ে একাদশে আছেন রোহিত শর্মা, উইকেটরক্ষক ঋষভ পান্থ ও দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। আর পাকিস্তানের ফাওয়াদ আলম, দুই পেসার হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি রয়েছেন বছরের সেরা টেস্ট একাদশে। একাদশে নিউজিল্যান্ডের কাইল জেমিসনও আছেন।

সিএ’র বর্ষসেরা টেস্ট একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), রোহিত শর্মা, মার্নাস লাবুশেন, জো রুট, ফাওয়াদ আলম, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কাইল জেমিসন, অক্ষর প্যাটেল, হাসান আলি ও শাহিন আফ্রিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হোটেলের লিফটে ৫৫ মিনিট আটকা ছিলেন স্মিথ!

হোটেলের লিফটে ৫৫ মিনিট আটকা ছিলেন স্মিথ!

বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

ভারতের মাটিতে কোহলি-রোহিতদের হারাতে চান ওয়ার্নার

ভারতের মাটিতে কোহলি-রোহিতদের হারাতে চান ওয়ার্নার

‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড