টাইগার বোলারদের সামনে টম ল্যাথাম-উইল ইয়ংরা হিতু হতে না পারলেও ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভন কনওয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন নিউজিল্যান্ডে এ ব্যাটার। তবে নতুন বলে ডেভন কনওয়ের লাগাম টানেন টাইগার অধিনায়ক মমিনুল হক।
দিনের তৃতীয় সেশনে ৮০তম ওভারে নিজের তৃতীয়তম ওভারে বল করতে আসেন টাইগার অধিনায়ক। ওভারের প্রথম বলেই সাফল্য পান তিনি। নতুন বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ১২২ রান করা ডেভন কনওয়ে।
ব্যাট হাতে ওয়ানডাইনে উইকেটে এসে টাইগার বোলারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরিকে ডাবল শতকে পরিণত করা এ ব্যাটার ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। ১৮৬ বলে ১৪টি চার ও এক ছক্কায় শতক স্পর্শ করা কনওয়ে সাবলীলভাবে ব্যাট করে যাচ্ছিলেন।
টাইগারদের নিয়মিত বোলারদের সাবলীলভাবে খেলে যাওয়ায় নতুন বলে নিউজিল্যান্ড ব্যাটারদের সামনে আসেন মমিনুল হক। এর আগেও দুই ওভার বল করে কোন উইকেট না পেলেও তৃতীয় ওভারের প্রথম বলেই সাফল্যের দেখা পান তিনি।
মমিনুলের করা বল ঠেকাতে গিয়ে উইকেটে পিছনে থাকা লিটন কুমার দাসের হাতে ক্যাচ দেন ডেভন কনওয়ে। কনওয়ের ব্যাট স্পর্শ করে আসা বল ধরেই আকাশের দিকে ছুড়ে মেরে উল্লাসে মাতেন লিটদ দাস, তার সাথে যোগ দেন দলের বাকিরা।
দলীয় ১৮৪ রানে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন ডেভন কনওয়ে। এর আগে টম ল্যাথাম (১), ইয়ং উইল (৫২) এবং রস টেইলর (৩১) সাজঘরে ফিরেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]