স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুরুতেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ইনিংসে ২১তম বলেই অধিনায়ক টম লাথামকে (১) সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। অবশ্য শুরু ধাক্কা সামলিয়ে বাংলাদেশি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেছেন উইল ইয়ং এবং ডেভন কনওয়ে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির আগে ২৭ ওভারে ১ উইকেটে ৬৬ রান করেছে নিউজিল্যান্ড। ২৭ রানে উইল ইয়ং এবং ৩৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে।
সিরিজের প্রথম ম্যাচেই টস জিতে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অথিনায়ক মমিনুল হক।
প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে সঠিক তা প্রমাণ করেন টাইগার বোলাররা। শুরুতে উইকেট পাওয়ার ছাড়াও রানের গতি আটকে রাখেন মিরাজ, তাসকিন, শরিফুলরা। ইংসের ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের দলীয় রান ছিল মাত্র ২।
কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া টম ল্যাথাম ১ রানে ফিরে গেলে সাবধানী হয়ে যায় নিউজিল্যান্ড। দুই প্রান্ত থেকে ৪ ওভার করে বল করে তাসকিন ও শরিফুল দেন ১ রান করে। তবে টাইগারদের দুর্দান্ত এ বোলিংয়ে দাঁতে দাঁত চেপে উইকেটে টিকে থাকেন উইল ইয়ং এবং ডেভন কনওয়ে।
ধৈর্য নিয়ে উইকেটে টিকে থাকা তাদের এ জুটি ফিফটি স্পর্শ করে ১০২ বলে। শেষ পর্যন্ত দলীয় ৬৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান উইল ইয়ং ও ডেভন কনওয়ে।
বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লুনডেল, রাচিম রাবিন্দ্রা, কাইল জেমিসন, টম সাউদি, নেইল ওয়েগনার এবং ট্রেন্ট বোল্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]