দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের পথে রয়েছে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে আর মাত্র ১৪৪ রান করলেই এই রেকর্ড স্পর্শ করবেন তিনি। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড টেস্টেই এ রেকর্ড স্পর্শ করতে পারেন মুশফিক।
শনিবার (১ জানুয়ারি) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দুই টেস্টে ১৪৪ রান করলেই পাঁচ হাজার রান পূর্ণ করবেন মুশফিক। ক্যারিয়ারে ৭৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে এখন পর্যন্ত ৪ হাজার ৮৫৬ রান করেছেন মুশফিক।
নিউজিল্যান্ডের মাটিতে ৪ টেস্টের ৮ ইনিংসে ২২২ রান করেছেন মুশফিক। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৮টি টেস্ট খেলেছেন তিনি। যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে বছরের শুরুতেই মাঠে গড়ানো দুই ম্যাচের টেস্ট সিরিজে ভিন্ন কিছু ভাবছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন অধিনায়ক মমিনুল হক জানিয়েছেন, দলীয় ভাবে ভালো খেলতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অসম্ভব কিছু নয়।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]