সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

দুই দলের সামনেই জয়ের জন্য সমান সুযোগ ছিল। তবে ভারতীয় বোলারদের কাছে পরাস্ত হলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শেষ দিনে ৬ উইকেট নিয়েও ২১২ রান তুলতে ব্যর্থ হন তারা। অন্যদিকে, বোলারদের নৈপূণ্যে সেঞ্চুরিয়ান টেস্টের দুর্দান্ত এক জয় তুলে নিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

সিরিজের প্রথম টেস্টে সুপারস্পোর্টস পার্কে জয়ের জন্য শেষ দিনে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২১১ রান, হাতে ছিল ৬ উইকেট। তবে শেষ দিনে বাকি উইকেট হারানোর আগে মাত্র ৯৮ রান যোগ করতে পারে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ফলে ১১৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

সিরিজের প্রথম টেস্টে রোববার (২৬ ডিসেম্বর) টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংস থেকে ভারত ৩২৭ রান সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে সেঞ্চুরি করেন কেএল রাহুল। তার ১২৩ রানের ইনিংসে ১৭টি চার ও একটি ছক্কার মার ছিল।

ভারতের করা ৩২৭ রানের জবাবে প্রথম ইনিংস থেকে দক্ষিণ আফ্রিকার রান আসে মাত্র ১৯৭। ভারতের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন টেম্বা বাভুমা।

প্রথম ইনিংস থেকে ১৩০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে প্রথম ইনিংসের মতো সুবিধা করতে পারেনি ভারতও। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে রিশাব পান্ত'র ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৭৪ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৫ রানের।

দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষ দিকে পর পর দু’উইকেট হারিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ দিকে জোড়া উইকেট তুলে নিয়ে ভারতের সামনে জয়ের দরজা খুলে দেন যশপ্রীত বুমরা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পঞ্চম দিন শুরু থেকেই উইকেটের জন্য ঝাঁপান ভারতীয় বোলাররা। তবে জুটি বেঁধে ভালোই খেলছিলেন টেম্বা বাভুমা। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের যুবারা

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের যুবারা

অনূর্ধ্ব-১৬ ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের অনুমতি দিচ্ছে ভারত

অনূর্ধ্ব-১৬ ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের অনুমতি দিচ্ছে ভারত

ভারতের মাটিতে কোহলি-রোহিতদের হারাতে চান ওয়ার্নার

ভারতের মাটিতে কোহলি-রোহিতদের হারাতে চান ওয়ার্নার

সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড