অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ রক্ষায় এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিততে মরিয়া ইংলিশরা। ম্যাচটি মাঠে গড়ানোর একদিন এগেই জানিয়ে দিয়েছে একাদশ। যেখানে আগের ম্যাচ থেকে এক বা দুটি নয়, চারটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মেলবোর্নে রোববার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে বক্সিং ডে টেস্ট। এ টেস্টটি শুধু মাত্র একটা ম্যাচই নয়, ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য বাঁচা মরার লড়াই। কারণ, পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে বসেছে ইংল্যান্ড।
বক্সিং ডে টেস্টের হার-জিতের উপর নির্ভর করেছে ইংলিশদের সিরিজ ভাগ্য। সিরিজে টিকে থাকাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। মূলত এ লক্ষ্যেই একাদশে বেশ বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে জো রুটরা। একাদশে দেখা যাবে চার পরিবর্তন।
অলি পোপ, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস ও ক্রিস ওকসের পরিবর্তে মাঠে নামবেন জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, জ্যাক ক্রাওলি ও মার্ক উডকে। ম্যাচের একদিন আগেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন অলি পোপ এবং ররি বার্নস। দুই ইনিংস মিলিয়ে পোপ ৪৮ এবং বার্নস ৫১ রান করতে সক্ষম হন। এছাড়া বল হাতে ব্যর্থ ছিলেন ওকস আর ব্রডও। ওকস তিনটি এবং ব্রড মাত্র দুটি উইকেট শিকার করতে পেরেছিলেন
অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেট এবং দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ফলে বক্সিং ডে টেস্টটি ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই।
বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড একাদশ
জো রুট (অধিনায়ক), হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), মার্ক উড, অলি রবিনসন, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]