ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় ও দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৮২ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১৩ রান করে ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও নাইটওয়াচম্যান নেসারকে নিয়ে দিন শেষ করেছেন হ্যারিস। ২১ রানে হ্যারিস এবং ২ রানে নেসার অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৩ রানের জবাবে ২৩৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ফলো-অনে পড়ে ইংলিশরা। তবে ইংল্যান্ডকে ফলো-অন না করিয়ে ২৩৭ রানে এগিয়ে থেকে ম্যাচের তৃতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান করেছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পর দ্বিতীয় দিন শেষে ব্যাট হাতে ২ উইকেটে ১৭ রান তুলেছিল ইংল্যান্ড। ডেভিড মালান ১ ও অধিনায়ক জো রুট ৫ রানে অপরাজিত ছিলেন। শনিবার তৃতীয় দিনের শুরু থেকেও অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন মালান-রুট।
দিনের প্রথম সেশনে অবিচ্ছিন্ন থেকে দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। ২ উইকেটে ১৪০ রান নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতির পর ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ছন্দপতন ঘটে। ৭ রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেন রুট ও মালান। রুটকে ৬২ রানে থামিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন মিডিয়াম পেসার ক্যামরুন গ্রিন। এরপর ১৫৭ বল খেলে ১০টি চারে ৮০ রান করা মালানকে বিদায় করেন স্টার্ক।
দলীয় ১২ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরে তৃতীয় উইকেটে ১৩৮ যোগ করেন রুট-মালান জুটি। এরপর ইংল্যান্ডের মিডল-অর্ডারে ধস নামান অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও ও স্টার্ক। ওলি পোপ ৫, ক্রিস ওকস ২৪ ও ওলি রবিনসনকে ০ রানে শিকার করেন লিঁও। আর জশ বাটলারকে শূন্য, স্টুয়ার্ট ব্রডকে ৯ রানে বিদায় দেন স্টার্ক।
শেষ ব্যাটার ব্রডকে শিকার করে দিবা-রাত্রির টেস্টে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার নজির গড়েন স্টার্ক। এ জন্য ৯ ম্যাচ ও ১৬ ইনিংস লেগেছে স্টার্কের। ব্যাট হাতে ক্রিজে থাকার চেষ্টা করেছিলেন স্টোকস। তবে স্টোকসের পথে বাঁধা হন গ্রিন।
৯৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৪ রান করে নবম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন স্টোকস। এরপর ২৩৬ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার স্টার্ক ৪টি, লিঁও ৩ ও গ্রিন ২ উইকেট নেন।
ইংল্যান্ডকে ফলো-অন না করিয়ে আবারও ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। দলকে ৪১ রানের সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। ১৩ রান করে রান আউট হন ওয়ার্নার। এরপর নাইটওয়াচম্যান নেসারকে নিয়ে দিন শেষ করেন হ্যারিস। হ্যারিস ২১ ও নেসার ২ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া : ৪৭৩ ও ৪৫/১, ১৭ ওভার (হ্যারিস ২১, ওয়ার্নার ১৩)
ইংল্যান্ড : ২৩৬/১০, ৮৪.১ ওভার (মালান ৮০, রুট ৬২, স্টার্ক ৪/৩৭)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]