২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

শ্রীলঙ্কার সাবেক স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি এ তথ্য জানিয়েছে।

চলতি বছর জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের স্পিন পরামর্শক হিসেবে যোগ দেন রঙ্গনা হেরাথ। তখন বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে বাংলাদেশের সাথে কাজ করতে কাজ করেছিলেন রঙ্গনা হেরাথ।

বিশ্বকাপের পর নতুন করে বিসিবি চুক্তি নবায়ন না করায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দলের সাথে ছিলেন না রঙ্গনা হেরাথ। তবে নতুন করে দীর্ঘ মেয়াদি চুক্তি হওয়ায় নিউজিল্যান্ড সফরে দলের সাথে যোগ দিবেন হেরাথ।

ঘরের মাঠে পাকিস্তান সিরিজে রঙ্গনা হেরাথের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সোহেল ইসলাম। তবে নিউজিল্যান্ড সিরিজে হেরাথ দলের সাথে যোগ দেওয়ায় সোহেল ইসলাম আর দলের সাথে থাকছেন না।

চলতি বছরের মার্চে সাবেক কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির সাথে চুক্তি বাতিল করে বিসিবি। এরপর থেকেই স্পিন পরামর্শকের খোঁজে ছিল বাংলাদেশ। রঙ্গনা হেরাথে সে সমস্যার সমাধান করে বিসিবি।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের সাথে কাজ করবেন রঙ্গনা হেরাথ। ভারতের অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশি স্পিনারদের দেখভাল করবেন তিনি।

বিশ্বকাপের পর পরই ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে বিসিবির চুক্তি শেষ হয়। তার জায়গায় নিয়োগ পান ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান বাবুল। তবে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য জানায়নি বিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজে সাকিব বদলি ফজলে রাব্বি

নিউজিল্যান্ড সিরিজে সাকিব বদলি ফজলে রাব্বি

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

বিশ্রাম নেই, রাতেই নিউজিল্যান্ড যাচ্ছেন মমিনুল-মুশফিকরা

বিশ্রাম নেই, রাতেই নিউজিল্যান্ড যাচ্ছেন মমিনুল-মুশফিকরা