৭ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
৭ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে শেষ দিনের শুরুতেই ফলোঅনে পড়ে বাংলাদেশ। ১১ রানে তিন উইকেট হারিয়ে ফলোঅনে পড়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে। দলীয় ২৫ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে নিচ্ছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা টেস্টের শেষ দিনে লাঞ্চ ব্রেকের আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৭২ রান। পাকিস্তানের করা প্রথম ইনিংসের ৩০০ থেকে এখনো ১৪১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

লাঞ্চে যাওয়ার আগে ব্যাট হাতে মুশফিক ১৬ এবং ২৭ রানে লিটন দান অপরাজিত রয়েছেন। এর দ্বিতীয় ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ২ এবং অপর ওপেনার মাহমুদুল হাসান জয় ৬ রান করেন।

দলীয় ১২ রানে দুই ওপেনারকে হারানোর পর ব্যাট হাতে হতাশ করেন প্রথম ইনিংসে ৩০ রান করা নাজমুল হাসান শান্ত। ১১ বল খেলে ১ চারে ৬ রানে ফিরেন সাজঘরে।

শান্তর পর দলকে বিপদে ফেলে বিশ্রামে যান অধিনায়ক মমিনুল হক। প্রথম ইনিংসে ১ রান করা টাইগারদের টেস্ট অধিনায়ক দ্বিতীয় ইনিংসে করেন ৭ রান।

বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টের চতুর্থ দিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭৬ রান।

পাকিস্তানের ৩০০ রানের ইনিংস ঘোষণাতে ফলোঅন এড়াতে হবে বাংলাদেশের প্রয়োজন ছিল আরও ২৫ রান। তবে সেটিও পারেনি বাংলাদেশ। বুধবার সকালেই মাত্র ১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের বাকি তিন উইকেট।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৩০০ রানে ইনিংস ঘোষণা করলো পাকিস্তান

৩০০ রানে ইনিংস ঘোষণা করলো পাকিস্তান

উইকেটে টিকে থাকতেই আক্রমণাত্মক খেলেছি : শান্ত

উইকেটে টিকে থাকতেই আক্রমণাত্মক খেলেছি : শান্ত

কেন এতো তাড়াহুড়ো, বুঝতেছি না : সুজন

কেন এতো তাড়াহুড়ো, বুঝতেছি না : সুজন

বাংলাদেশ সিরিজে থাকছেন না উইলিয়ামসন

বাংলাদেশ সিরিজে থাকছেন না উইলিয়ামসন