থামছে না আকাশের ‘কান্না’, হোটেলেই রয়ে গেছেন ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৬ ডিসেম্বর ২০২১
থামছে না আকাশের ‘কান্না’, হোটেলেই রয়ে গেছেন ক্রিকেটাররা

ঘূর্ণিঝড় জাওয়াদে সৃষ্ট সাগরে নিম্নচাপে সারাদেশের আকাশ কাঁদছে। ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি ও আলো স্বল্পতায় বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ৩৮ বল। তৃতীয় দিন সোমবার (৬ ডিসেম্বর) একই অবস্থা। টানা বৃষ্টির কারণে দুই দলের খেলোয়াড়রাই টিম হোটেল থেকে মাঠে আসেননি।

আলো স্বল্পতার কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলাও পুরোটা সম্ভব হয়নি। ফলে বাকি চারদিনের খেলা এগিয়ে আনা হয়। তবে দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ায় মাত্র ৩৮ বল।

এদিকে, রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে চলা বৃষ্টি এখনও অব্যাহত থাকায় বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটাররা হোটেলেই অবস্থান করছেন। ম্যাচ রেফারি পরবর্তী আপটেড তথ্য না জানানো পর্যন্ত তারা মাঠে আসছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল গ্রুপে এমন তথ্য জানানো হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিন ৩৮ বল খেলাে শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। অর্থাৎ, ৩৮ বল খেলে ২৭ রান তুলে পাকিস্তান।

আজহার আলি ৩৬ ও অধিনায়ক বাবর আজম ৬০ রান নিয়ে দিন শুরু করেছিলেন। দ্বিতীয় দিন যতটুকু খেলা হয়েছে তাতে আজহার ৫২ ও বাবর ৭১ রানে থেকে দ্বিতীয় দিন শেষ করলেন।

আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। প্রথম দিন দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘ড্রেসিংরুম ক্রিকেট’-এ বাবরের শিকার ১০ উইকেট

‘ড্রেসিংরুম ক্রিকেট’-এ বাবরের শিকার ১০ উইকেট

নিজেদের সাথে পাকিস্তানি পেসারদের তুলনা নয় : ফিল্ডিং কোচ 

নিজেদের সাথে পাকিস্তানি পেসারদের তুলনা নয় : ফিল্ডিং কোচ 

সাকিবের ছুটি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

সাকিবের ছুটি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

সুবিধা পেয়েও কাজে লাগাতে পারলেন না পেসাররা

সুবিধা পেয়েও কাজে লাগাতে পারলেন না পেসাররা