নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দল ঘোষণার পর ছুটি চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন সাকিব আল হাসান। যদিও মৌখিকভাবে আগেই বিষয়টি জানিয়ে রেখেছিলেন তিনি। তবে নিউজিল্যান্ড সফর থেকে সাকিবের ছুটির বিষয়ে বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি।
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি তিনি। একই কারণে চট্টগ্রাম টেস্টে স্কোয়াডে থাকলেও সাকিবের খেলা হয়নি। তবে ঢাকা টেস্টে একাদশে ফিরেছেন দেশ সেরা এ অলরাউন্ডার।
ঢাকা টেস্ট শেষ করে পর দিনই (৯ ডিসেম্বর) নিউজিল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়বে টাইগারদের দল। সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যা ঘরের মাঠে পাকিস্তানের পর টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত বাংলাদেশের এটি দ্বিতীয় সিরিজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম আসরে একটি মাত্র ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তলানির দল ছিল বাংলাদেশ। এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত হওয়ায় দেশের পর নিউজিল্যান্ড টেস্ট সিরিজও অনেক গুরুত্বপূর্ণ। সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য শনিবার (৪ ডিসেম্বর) ১৮ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মৌখিকভাবে জানালেও সাকিবকে স্কোয়াডে রাখা হয়।
এদিকে, দল দেওয়ার পর ছুুটি চেয়ে লিখিতভাবে সাকিবের আবেদনে বিসিবিকে নতুন করে ভাবতে হচ্ছে। তবে সাকিবকে ছুটি দেওয়া না দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বোর্ড সূত্রে জানা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে ঘরের মাঠে পাকিস্তানের পর নিউজিল্যান্ড সিরিজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্ট শেষ হবে ৮ ডিসেম্বর (পঞ্চম দিন)। এই টেস্ট শেষে বায়ো-বাবল না ভেঙেই পরদিন ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। ফলে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিসিবির কাছে আরও সময় রয়েছে। তবে সাকিবকে ছুটি দেওয়া হলেও স্কোয়াডে নতুন কাউকে যুক্ত করার সম্ভবনা নেই বলে ইঙ্গিত পাওয়া গেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]