ভারতের মাটিতে সফরকারী বোলার হিসেবে ম্যাচে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল। চলমান মুম্বাই টেস্টে ৭৩ দশমিক ৫ ওভারে ২২৫ রানে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। ভারতের মাটিতে ম্যাচে কোন সফরকারী বোলারের এটিই সেরা বোলিং ফিগার।
ক্রিকেটে এতদিন এ রেকর্ডটি নিজের আয়ত্বে রেখেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে এই মুম্বাইতেই ৪৮ দশমিক ৫ ওভারে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। ৪১ বছর পর এবার বোথামের রাজত্ব দখলে নিলেন প্যাটেল।
ভারতে চলমান এ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৭ দশমিক ৫ ওভার বল করে ১১৯ রানে ১০ উইকেট নেন প্যাটেল। একাই ভারতের ১০ উইকেটে নিয়ে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার ইতিহাস গড়েন প্যাটেল।
প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়া এজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসেও সর্বাধিক উইকেট শিকার করেছেন। ৭ উইকেটে ২৭৬ রানে ভারত ইনিংস করার আগে বল হাতে ৪ উইকেট শিকার করেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে ১০৬ রানে ৪ উইকেট নেন প্যাটেল। এতে ম্যাচে দুই ইনিংস মিলে তার বোলিং ফিগার দাঁড়ায় ২২৫ রানে ১৪ উইকেট। যা ভারতের মাটিতে সফরকারী কোন বোলারের সেরা বোলিং ফিগার।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]