চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও বল হাতে ম্যাজিক দেখচ্ছেন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই জোড়া উইকেট শিকার করেছেন তিনি। তাইজুলের ঘূর্ণিতে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
সফররত পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের প্রথম সেশনে দুটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। দুটি উইকেটই শিকার করেছেন তাইজুল ইসলাম।
ইনিংসের ১৯তম ওভারে গিয়ে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। ফলে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। সাজঘরে ফেরার আগে ২৫ রান করেন তিনি। ৫০ বল খেলা শফিকের এ ইনিংসে ২টি চার ও একটি ছক্কার মার ছিল।
প্রথম সাফল্যের পর দ্বিতীয় উইকেটও আসে তাইজুলের হাত ধরে। ওপেনার আব্দুল্লাহ শফিককে ফেরানোর পর অপর ওপেনারকেও ফেরান তিনি।
লাইভ দেখুন বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্ট
তাইজুলের ঘূর্ণিতে ৩৯ রান করা আবিদ আলি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। ফলে ২৫তম ওভারের শেষ বলে দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
লাঞ্চ ব্রেকের আগে আর কোন উইকেট হারায়নি পাকিস্তান। দিনের ৩১ ওভার শেষে দলীয় ৭৮ রানে ব্যাট হাতে অপরাজিত আছেন আজহার আলি (৬) এবং অধিনায়ক বাবর আজম (৮)।
এদিকে, তাইজুল দুই উইকেট শিকার করলেও লাঞ্চ ব্রেকের আগে কোন সাফল্যের দেখা পাননি এ টেস্ট দিয়ে মাঠে ফেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে ১১ ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান। যার মধ্যে ৬টি মেডেন ওভার রয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]