অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বলে মাথায় আঘাত পেয়েছিলেন অভিষেক হওয়া টাইগার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। মাঠ থেকে নেওয়া হয়েছিল দ্রুত হাসপাতালে এবং সেখানে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। ঢাকা টেস্টের আগে জানালেন, নিজের অভিষেক ম্যাচেই মাথায় আঘাত পাওয়ায় ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।

সফররত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ঢাকায় ‍শুরু হবে শনিবার (৪ ডিসেম্বর)। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও স্কোয়াডে রয়েছেন ইয়াসির আলি রাব্বি। ঢাকা টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে মাঠের অনুশীলন।

মাথায় আঘাত পাওয়ার বিষয়ে রাব্বি বলেন, ‘আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, মাথায় বল লেগেছিল। সত্যি কথা বলতে একটু ভয়েই ছিলাম। আবার একটু কষ্টও পাচ্ছিলাম যে, আমার অভিষেক ম্যাচ; টিমকে একটু ভালো জায়গা নিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। ভয় এবং কষ্ট দুটোই হচ্ছিলো।’

ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের (সোমবার) ৩০তম ওভারে। শাহিন শাহ আফ্রিদির একটি বাউন্সারে মাথায় আঘাত পান ইয়াসির আলি রাব্বি। পরে আরও এক ওভার মাঠে থাকলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর হাসপাতালে রাব্বিকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়

অভিষেক ম্যাচের অভিজ্ঞতার প্রশ্নে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম টেস্ট খেলেছি, এটা নতুন অভিজ্ঞতা। খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। কারণ, এর আগে টিমের সাথে ফিল্ডিং করেছি কিন্তু কখনো একাদশে খেলা হয়নি।’

তিনি বলেন, ‘ডোমেস্টিকে যতই চাপ নিয়ে ব্যাটিং করি না কেন, জাতীয় দলের তা একেবারে অন্যরকম। এটা নতুন চ্যালেঞ্জ। তবে দেশের জন্য যখন কিছু করতে পারা আমার জন্য খুব ভালো অনুভুতি।’

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রানে সাজঘরে ফিরতে হয়েছে রাব্বিকে। তবে দ্বিতীয় ইনিংসে ভালো খেললেও মাথায় আঘাত পাওয়ায় আর খেলা হয়নি। আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে রাব্বির ব্যাট থেকে এসিছিল ৩৬ রান। ভালো ব্যাট করতে থাকা অবস্থায় দলকে বিপদে ফেলে মাঠ ছাড়ায় হতাশ ছিলেন তিনি।

রাব্বি বলেন, ‌‘এটা অনেক হতাশাজনক ছিল। কারণ, আমি যদি আরও একটু ব্যাটিং করে যেতে পারতাম তাহলে টিম আরও ভালো অবস্থায় যেতে পারতো। কষ্ট লেগেছে যে, আমি চলে যাওয়ার পর আর কেউ ভালো ব্যাটিং করতে পারেননি।’

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হওয়ার সামনে বাংলাদেশ। ঢাকা টেস্ট নিয়ে রাব্বি বলেন, ‘আমরা জানি না উইকেট কেমন থাকবে। আর আসল জিনিস হচ্ছে আমাদের যে প্রেসেসটা আছে সেটা মেইনটেন্ট করতে হবে। উইকেটের সাথে মানিয়ে নিয়ে ব্যাটিং করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই টেস্ট খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

দুই টেস্ট খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

ঢাকা টেস্টে সাকিব-তাসকিন, প্রথমবার ডাক পেলেন নাঈম শেখ

ঢাকা টেস্টে সাকিব-তাসকিন, প্রথমবার ডাক পেলেন নাঈম শেখ