চট্টগ্রামে হারার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সাকিব আল হাসানসহ ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়া প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির এ স্কোয়াড ঘোষণা করেছে। বলা হয়, ঢাকা টেস্টের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ দু’জনই ফিট রয়েছেন।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ওই টেস্টে সাকিব এবং তাসকিন মিস করেছেন। তবে তারা ফিট থাকায় ঢাকা টেস্টে আবারও স্কোয়াডে যুক্ত করা হয়েছে। এছাড়া টেস্টে ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ নাইম শেখ।
প্রথম টেস্টে ১৭ সদস্যের স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে আগের ১৭ জনকে রেখে আরও ৩ জনকে যুক্ত করা হয়েছে। নতুন করে যুক্ত করা তিনজন হলেন- সাকিব আল হাসান, তাসিকিন আহমে এবং প্রথমবারের মতো ডাক পাওয়ার মোহাম্মদ নাঈম শেখ।
চট্টগ্রামে টেস্টে প্রথম ইনিংসে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। ওপেনিং জুটি থেকে শুরু করে টপঅর্ডার ব্যাটারদের ক্রমাগত ব্যর্থতায় না লিখিয়েছে বাংলাদেশ।
BANGLADESH SQUAD FOR SECOND TEST VS PAKISTAN..#BANvPAK #BDCricket #testcricket pic.twitter.com/IuJJ3tvIE5
— Sportsmail24.com (@sportsmail24) November 30, 2021
শনিবার (৪ ডিসেম্বর) থেকে ঢাকার মিরপুর শেল-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ ও তাসকিন আহমেদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]