চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ৩০ নভেম্বর ২০২১
চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

বিশ্বকাপে হারের ধারাবাহিকতায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়হীন ছিল বাংলাদেশ। টেস্ট সিরিজেও প্রথম ম্যাচেও জয় তুলে নিতে ব্যর্থ হলো টাইগাররা। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসের শুরুতেই ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টেনে তোলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন দাস। তাদের ব্যাটে ভর করে ৩৩০ রানের সংগ্রহ পায় টাইগাররা।

৩৩০ রানের সংগ্রহ দাঁড় করিয়েও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। যদিও নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই বড় জুটি গড়ে তোলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং আবিদ আলি। এরপরেও ২৮৬ রানের বেশি তুলতে পারে নি পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে শুরুতে ৪৪ রানের লিড থাকলেও বাংলাদেশের ওপেনিং জুটিতে সেই চিরচেনা সমস্যা। রান নেই টপ অর্ডারদের ব্যাটে। দলকে আবারও টেনে তোলার কাজ করলেন লিটন দাস। 

ইয়াসির আলি রাব্বি এবং লিটন মিলে দলকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেন। তবে শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন রাব্বি। তার বদলি হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান।

তবে ইয়াসির রাব্বির পর লিটনকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন লিটন।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের উপর চাপ তৈরি করেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। তাদের ব্যাটে ভর করে চতুর্থ দিনের শেষ বিকেলে জয়ের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলো পাকিস্তান। তবে আলোকস্বল্পতায় দ্রুত খেলা শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পঞ্চম দিনে।

শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৩ রান। পঞ্চম দিনের সকালে ২ উইকেট হারালেও জয়ের বন্দরে পৌঁছাতে পাকিস্তানের কোনো অসুবিধাই হয়নি।

শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের আবিদ আলি।

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৪ ডিসেম্বর (শনিবার)। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের এক উইকেটের হতাশা, নিউজিল্যান্ডের জয়সমতুল্য ড্র

ভারতের এক উইকেটের হতাশা, নিউজিল্যান্ডের জয়সমতুল্য ড্র

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক