হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১
হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বলে মাথায় আঘাত পাওয়া টাইগার ব্যাটার ইয়াসির আলি রাব্বির অবস্থা স্থিতিশীল। মাঠ থেকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান করানো হলে কোন সমস্যা ধরা পড়েনি। তবে বাড়তি সতর্কতা হিসেবে রাব্বিকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বির মাথায় আঘাত পাওয়ার পর তার সিটি স্ক্যান করানো হয়েছে।স্ক্যানে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে তাকে ২৪ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

২৪ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখায় পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে রাব্বির আর খেলা হচ্ছে না। জানানো হয়, চট্টগ্রামে চলমান টেস্টে রাব্বির আর খেলা হচ্ছে না। তার পরিবর্তে কনকশন সাব হিসেবে একাদশে খেলছেন নুরুল হাসান সোহান।

ঘটনাটি চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন (সোমবার) দিনের ৩০তম ওভারে। পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদির একটি বাউন্সারে মাথায় আঘাত পান ইয়াসির আলি রাব্বি। পরে আরও এক ওভার মাঠে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন রাব্বি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রাব্বির মাথায় আঘাত, বদলি সোহান

রাব্বির মাথায় আঘাত, বদলি সোহান

টেস্ট ক্রিকেটে তাইজুলের ৯ম পাঁচ উইকেট

টেস্ট ক্রিকেটে তাইজুলের ৯ম পাঁচ উইকেট

পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

৯ম বাংলাদেশি হিসেবে তাইজুলের ১৫০ উইকেট

৯ম বাংলাদেশি হিসেবে তাইজুলের ১৫০ উইকেট