চট্টগ্রামে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেট ১৪৫ রান করেছিল পাকিস্তানের দুই ওপেনার। ৫৭ ওভার বল করলেও কোন উইকেট পায়নি বাংলাদেশের বোলাররা। তবে তৃতীয় দিনের শুরুতেই পাল্টে যায় সেই দৃশ্য। স্পিন ঘূর্ণিতে তাইজুল একাই তুলে নেন পাকিস্তানের পাঁচ ব্যাটারকে।
দলীয় ২২৯ রানে হাসান আলিকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেট শিকার পূর্ণ করেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে তাইজুলের এটি নবম বারের মতো পাঁচ উইকেট শিকার। যেখানে পাকিস্তানের বিপক্ষেই দ্বিতীয়বার।
রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। আব্দুল্লাহ শফিককে ৫২ ও আজহার আলিকে খালি হাতে ফেরান তিনি। এরপর ৮ রান করা ফাওয়াদ আলমকেও শিকার করেন তিনি।
চতুর্থ উইকেট হিসেবে তাইজুলের শিকার হন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করা আবিদ আলি (১৩৩)। প্রথম দিন শেষে ৯৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আবিদ।
হাসান আলিকে (১২) ফিরিয়ে পঞ্চম উইকেট শিকারের কোটা পূরণ করেন তাইজুল ইসলাম। এরপর নোমান আলি (৮) ও ফাহিম আশরাফকে (৩৮) সাজঘরে ফেরান তিনি। ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তাইজুল।
টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে। তাইজুল ছাড়াও পাকিস্তানের বিপক্ষে এ টেস্টে বাংলাদেশের পক্ষে উইকেট শিকারের তালিকায় নাম তুলেন এবাদত হোসেন (২টি) ও মেহেদি হাসান মিরাজ (১টি)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]