ভারতের ১৬তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার। তার অভিষেক সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৪৫ রানের সংগ্রহ গড়েছে আজিঙ্কা রাহানের ভারত। তবে ব্যাট হাতে পাল্টা জবাবও দিচ্ছে সফরকারী নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলেন অভিষিক্ত আইয়ার। তার ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩৪৫ রান করে ভারত।
ভারতের ৩৪৫ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২৯ রান তুলেছে নিউজিল্যান্ড। ফলে ১০ উইকেট হাতে নিয়ে এখনও ২১৬ রানে পিছিয়ে কিউইরা।
টেস্টের প্রথম দিন (বৃহস্পতিবার) শেষে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছিল ভারত। আইয়ার ৭৫ ও রবীন্দ্র জাদেজা ৫০ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার (২৬ নভেম্বর) দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে ভারতকে ধাক্কা খায় ভারত।
দিনের শুরুতে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ৫০ রান করা জাদেজাকে থামিয়ে দেন। এরপর ব্যক্তিগত ১ রানে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহকেও তুলে নেন তিনি। তবে ৯২তম ওভারের প্রথম বলে সেঞ্চুরির তুলে নেন আইয়ার।
অভিষেখথ ম্যাচে সেঞ্চুরি করার পথে ১৫৭ বল খেলেন আইয়ার। শেষ পর্যন্ত ১০৫ রানে আইয়ারকে থামান সাউদি। ১৭১ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন আইয়ার।
আইয়ারের আউটের পর বাকি ৩ উইকেটে ৪০ রান পায় ভারত। রবীচন্দ্রন অশ্বিনের ৩৮ রানের সুবাদে সাড়ে ৩শ’র কাছাকাছি যেতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নেন সাউদি। ৮০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩তম বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন সাউদি।
ভারতের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়ং। ৫৭ ওভার ব্যাট করে দিন শেষে অবিচ্ছিন্ন থেকে যান তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে লাথাম ৫০ ও ইয়ং ৭৫ রানে অপরাজিত আছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]