দল নয়, বাংলাদেশের কন্ডিশনকে প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২১
দল নয়, বাংলাদেশের কন্ডিশনকে প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। পুরো সিরিজে জয় পেতে তেমন কোন বেগ পেতে হয়নি বাবর আজমদের। টি-টোয়েন্টি শেষে টেস্ট ম্যাচেও বাংলাদেশকে নিয়ে খুব একটা চিন্তিত নয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের দৃষ্টিতে, ‘টেস্টে পার্থক্য গড়তে পারে একমাত্র কন্ডিশন। এছাড়া খুব একটা কিছু আর নেই।’

বন্দর নগরী চট্টগ্রামে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচ দিয়েই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু করছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ঢাকার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তরুণ দল নিয়ে চট্টগ্রামের টেস্ট ম্যাচ খেলতে নামছে মমিনুল হকের বাংলাদেশ দল। যেখানে স্কোয়াডে অধিনায়ক ছাড়া অভিজ্ঞ বলতে রয়েছেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে একটি ড্র ছাড়া বাকি সবগুলোতেই পরাজিত হয়েছে টাইগাররা। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে আসা সিরিজে খুলনার টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।

ড্র হওয়া ওই টেস্টে ২০৬ রান করেছিলেন ওপেনার তামিম ইকবাল। যা টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এছাড়া ওই ম্যাচে ১৫০ রান করেছিলেন ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে ৩১২ রানের রেকর্ড জুটি গড়েন তারা দুজন। তবে এবারের টেস্টে তাদের দুজনের কেউ নেই।

ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘অবশ্যই, পুরো আত্মবিশ্বাস আছে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে এবং দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা (পাকিস্তান) যেভাবে টেস্ট খেলছি, আমার মতে দলটা বেশ থিতু ও অভিজ্ঞ।’

ধারাবাহিক পারফরম্যান্সের আরও বেশি আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক। বলেন, ‘দল পারফর্ম করে আসছে এবং একটা দল হিসেবে খেলছে। আশা করি, এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো করবো। টেস্ট ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। ক্রিকেটের সঠিক অর্থ টেস্ট ক্রিকেটই।’

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বাবর আজম বলেন, ‘পার্থক্য এখানে (বাংলাদেশে) কন্ডিশন। ওদের (বাংলাদেশ ক্রিকেট দল) ঘরের মাঠ, নিজেদের কন্ডিশন। ওদেরকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। কোনো দলকেই আসলে হালকা করে নেওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘ওদের (বাংলাদেশ দল) কয়েকজন ক্রিকেটার নেই, দলটা তরুণ। তবে যারা আছে, এ কন্ডিশনেই তো খেলে। কাজটা তাই কঠিনই হবে। কন্ডিশন বুঝতে একটু সময় লাগে, বুঝতে হয় কিছুটা। ওরা অবশ্যই আমাদের কঠিন সময় দিতে পারে।’

কন্ডিশন যতই বাধা হোক না কেন ধৈর্য ধরে খেললে ফল তাদের পক্ষেই যাবে বলে মন্তব্য করে তিনি। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘কন্ডিশনই মূল পার্থক্য, আমার মতে। এছাড়া খুব একটা কিছু আর নেই। টেস্ট ম্যাচে ধৈর্য রাখতে হবে। যতটা ধৈর্য আমরা ধরতে পারবো, ধীরস্থির রাখতে পারবো, সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারবো, এসব পারলে ফল আমাদের পক্ষে আসবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি শেষে নতুন যুদ্ধে নামছে বাংলাদেশ-পাকিস্তান

টি-টোয়েন্টি শেষে নতুন যুদ্ধে নামছে বাংলাদেশ-পাকিস্তান

অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন মাহমুদুল হাসান জয়

অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন মাহমুদুল হাসান জয়

চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াডে পরিবর্তন, যুক্ত হলেন দুই পেসার

চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াডে পরিবর্তন, যুক্ত হলেন দুই পেসার

সাকিব-তামিম-তাসকিন না থাকা হতাশাজনক : মমিনুল

সাকিব-তামিম-তাসকিন না থাকা হতাশাজনক : মমিনুল