সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ২৫ নভেম্বর ২০২১
সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়

জাতীয় দলের হয়ে সাদা পোশাকের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়ে উচ্ছ্বাসিত দুই নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।বিশেষভাবে নিজেদের পছন্দের ভার্সনেই সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন তারা। এখন একাদশে সুযোগ পেলে নিজেদের অভিষেককে স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়।

যদিও বাংলাদেশের হয়ে অভিষেকের খুব কম সুযোগই রয়েছে তাদের। কারণ, সদ্য টি-টোয়েন্টিতে খারাপ খেলার বদনাম মুছতে অভিজ্ঞদের উপরই নির্ভর করবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাজে পারফরমেন্সের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের পর টিম ম্যানেজমেন্ট প্রথাগত সিদ্ধান্ত না নিলে চট্টগ্রামের ছেলে ব্যাটার জয়ের নিজ শহরে অভিষেকের কোন সম্ভাবনা খুবই কম।

চলমান জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন ২১ বছর বয়সী মাহমুদুল হাসান জয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেছেন তিনি।
বিসিবি এইচপি ও ইর্মাজিং দলের খেলোয়াড় ২২ বছর বয়সী রাজা সিলেট বিভাগ ও ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে ১০টি প্রথম শ্রেনির ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার পর কথা বলেছেন মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জয় বলেন, ‘আমি টেস্ট দলে ডাক পেয়ে সত্যিই উচ্ছ্বাসিত। সবাই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে, তাই আমিও ব্যতিক্রম নই।’

জাতীয় দলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন বলেও জানান জয়। বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগে কিছু ভালো পারফরেন্সের কারণে এ মুহূর্তে আমার আত্মবিশ্বাস অনেক বেশি। এছাড়াও আমি এইচপি এবং অন্যান্য বয়স ভিত্তিক পর্যায়ের ক্রিকেটে ভালো খেলেছি।’

তবে চট্টগ্রাম টেস্টে অভিষেক হলে ব্যাটিং পরিকল্পনা নিয়ে নির্দিষ্ট কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি। বলেন, ‘কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। আমি যা করতে চাই, আমার স্বাভাবিক খেলাটা খেলতে চাই।’

বিসিবির পাঠানো অপর ভিডিও বার্তায় পেসার রেজাউর রহমান রাজা জানান, টেস্ট ক্রিকেটে মূল বিষয় দীর্ঘ সময় ধরে বোলিং করাই তার প্রধান শক্তি। তিনি বলেন, ‘আমার শক্তি দীর্ঘ স্পেলে বল করা। আমি একই গতি এবং শক্তি দিয়ে একদিনে বেশ কয়েকটি স্পেলে বল করতে পারি। কখনও কখনও দিনের শেষভাগে আমার গতি এবং শক্তি অনেক বেড়ে গিয়েছিল।’

বাংলাদেশ দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের টেস্ট খেলতে অনিহা রয়েছে। তবে রাজা জানালেন তিনি টেস্ট খেলা উপভোগ করেন।রাজা বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট উপভোগ করি এবং এটা আমার শক্তি। আমি একই ছন্দে বল করতে পারি এবং একই জায়গায় করতে পারি। আমিও বল মুভ করতে পারি। তাই আমি আত্মবিশ্বাসী।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

আট মৌসুম পর ঢাকার ঘরে ষষ্ঠ জাতীয় লিগ শিরোপা

আট মৌসুম পর ঢাকার ঘরে ষষ্ঠ জাতীয় লিগ শিরোপা

বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ